শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মামুনুলদের ওপর আস্থা লোপেজের

বাচাই পর্ব

ক্রীড়া প্রতিবেদক

মামুনুলদের ওপর আস্থা লোপেজের

সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ ফাবিও লোজেপ ও অধিনায়ক মামুনুল ইসলাম- -- বাংলাদেশ প্রতিদিন

১২ নভেম্বর উশানবেতে বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে। ছয়দিন আগেই আজ উশানবেতের উদ্দেশ্য মামুনুলরা ঢাকা ছাড়ছেন। ১৬ জুন ঢাকায় দুই দেশের লড়াইয়ে ১-১ গোলে ড্র হয়েছিল। ১৭ নভেম্বর ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ খেলবে। মার্চে আম্মানে জর্ডানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশ বাছাইপর্বের মিশন শেষ করবে। এখন পর্যন্ত বাছাইপর্বে ১ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের সবার নিচে অবস্থান মামুনুলদের। শক্তির বিচারে বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাবে তা কেউ আশা করেনি। অস্ট্রেলিয়া ও জর্ডানের এ সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন কোচ ফ্যাবিও লোপেজ চাচ্ছেন কমপক্ষে একটা জয় নিয়ে শিষ্যদের মিশন শেষ হোক। অস্ট্রেলিয়া ও জর্ডানকে হারানো সম্ভব নয়। জিততে হলে ১২ নভেম্বরই জিততে হবে। কথা হচ্ছে তাজিকিস্তানের মাটিতে তাজিকিস্তানকে হারানো কি সম্ভব? ঢাকা ছাড়ার আগে অ্যাওয়ে ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় জাতীয় দল। কোচ লোপেজ, ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও অধিনায়ক মামুনুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন। লোপেজ বলেন, তাজিকিস্তানে আবহাওয়া একটা ফ্যাক্টর। তাই ছেলেরা যাতে খাপ খাইয়ে নিতে পারে তাই আগে রওনা দিচ্ছি। তাছাড়া খেলা হবে টার্ফে। অনুশীলনটাও করা যাবে। পয়েন্ট পাওয়া কি সম্ভব? লোপেজ বলেন, এখানে আমি অসম্ভবের কিছু দেখছি না। আবহাওয়ার সঙ্গে মানিয়ে খেলতে পারলে পুরো পয়েন্ট অর্থাৎ জিতেও ঢাকা ফেরা সম্ভব। তিনি বলেন, ছেলেরা খারাপ খেলছে না। বিশকেকে কিরগিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশ সমান তালে লড়েছে। কিন্তু কিছু ভুল ছিল বলে হেরে গেছি। এই ভুল ঠিক হয়ে যাবে। ছেলেদের ওপর আস্থা রাখতে হবে। হারলেই তাদের সমালোচনা করব এটা ঠিক নয়। বুঝতে হবে হুট করে কোনো কিছুর পরিবর্তন করা যায় না। এ জন্য সময়ের প্রয়োজন। লোপেজ বলেন, বাছাইপর্ব দুই ম্যাচ খেলার পর সাফ চ্যাম্পিয়ন। আমার টার্গেট এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।

অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ঢাকায় ড্র করলেও তাজিকিস্তানের বিপক্ষে ভালো খেলেছি। আবহাওয়া বা টার্ফে খেলা এগিয়ে ভাবছি না। লক্ষ্য আমাদের একটাই ভালো খেলা। দীর্ঘদিন ধরে আমরা মাঠেই রয়েছি। ফিটনেস সমস্যা কারও নেই। তাজিকিস্তানের ভিডিও ফুটেজ দেখে কোচ আমাদের ব্রিফ করেছেন। পয়েন্ট পেতে সবাইকে যার যার পজিশনে জ্বলে উঠতে হবে। আশা রাখি তাজিকিস্তান থেকে খালি হাতে ফিরব না। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, অস্ট্রেলিয়া ও জর্ডান ছাড়া অন্য ম্যাচগুলোতে আমরা ভালো খেলেছি। দুর্ভাগ্যক্রমে জিততে পারিনি। ১২ নভেম্বর জেতার জন্যই আমরা মাঠে নামব। তিনি বলেন, ফুটবলে বাংলাদেশের যে উন্নয়ন ঘটেছে তার প্রমাণ শেখ কামাল ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়। আমার বিশ্বাস ফুটবলে আমরা সঠিক পথেই এগুচ্ছি।

সর্বশেষ খবর