শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সৌম্যর পরিবর্তে ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যর পরিবর্তে ইমরুল

ড্যাসিং ওপেনার সৌম্য সরকার যে খেলতে পারছেন না, ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ। তারপরেও ক্ষীণ একটা আশা ছিল। কিন্তু গতকাল এমআরআইয়ের রিপোর্ট হাতে পাওয়ার পর সে আশায় গুঁড়ে বালি। প্রথম দুই ওয়ানডের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সৌম্যকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।  গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ দেখতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গিয়েছিলেন নির্বাচকরা। ম্যাচ চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বাম পাঁজরে ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। সৌম্য অন্তত দুই তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি মিস করবেন সৌম্য।’ নিয়মিত টেস্ট খেললেও সব শেষ জাতীয় দলের হয়ে ইমরুল কায়েস ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। এরপর ঘরের মাঠে টাইগাররা পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলেও দলে জায়গা হয়নি ইমরুলের। অবশেষে সৌম্যর ইনজুরির কারণে ভাগ্য খুলে গেল। তাছাড়া গতকালকের প্রস্তুতি ম্যাচেও ৬৪ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ৫টি বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন দুটি বিশাল ছক্কা। তাই ইমরুলকে সৌম্যর পরিবর্তে দলে নিয়ে আর ভাবতে হয়নি।

দলে জায়গা পেয়ে ভীষণ খুশি ইমরুল। ম্যাচ শেষে বাঁ হাতি ওপেনার বলেন, ‘আবারও দলে সুযোগ পাওয়ায় ভালো লাগছে। হয়তো আমি ভালো খেলেছি বলেই নির্বাচকরা আমাকে আবার সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করব এই সুযোগটা কাজে লাগাতে। যাতে দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারি সে চেষ্টাই করব। তবে সৌম্য খেলতে পারছে না এটা জানার পর আমার খারাপ লাগছে। ও দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারছে না। আসলে ক্রিকেটে যে কে কখন ইনজুরির শিকার হয় বলা মুশকিল। আমি আশা করি সৌম্য অচিরেই মাঠে ফিরে আসবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর