শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রথম দিনই অলআউট ভারত

মোহালি টেস্ট

ক্রীড়া ডেস্ক

স্পিনের বিপক্ষে শিক্ষক বলা হয় ভারতীয় ক্রিকেটারদের। ঘরের মাঠ হলে তো কোনো কথাই নেই। স্পিন খেলার ‘মাস্টার’ ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল করে ছাড়লেন প্রোটিয়া স্পিনার ডিন এলগার। যিনি নিয়মিত বোলিং করেন না। কাল মোহালিতে প্রথম টেস্টের প্রথম দিন বোলিং করলেন, তাতেই ভেঙেচুড়ে একাকার বিরাট কোহলীরা। দক্ষিণ আফ্রিকান স্পিনারদের ঘূর্ণিতে প্রথম দিনেই ২০১ রানে গুটিয়ে গেছে ভারত। তবে জবাবটা খুব ভালো দিচ্ছে সফরকারীরা, সেটাও নয়। ২৮ রান তুলতে হারিয়েছে ২ উইকেট। ফলে স্পিনারদের উইকেটে মোহালিতে প্রথম দিনেই সাজঘরে ফিরে গেছেন দুই দলের ১২ ব্যাটসম্যান! ওয়ানডে সিরিজ হেরে এমনিতেই চাপে ভারত। এই চাপ সামলানোর একমাত্র উপায় বিরাট কোহলীদের সামনে টেস্ট সিরিজ। সেই চাপ সামলানোর সুযোগটা বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে কোহলীদের। সফরকারী দলের মামুলি স্পিনারদের সামলাতে ব্যর্থ হয়ে মাত্র ৬৮ ওভারে গুটিয়ে যায় ভারত। অবশ্য এই রান করতে পেরেছে ওপেনার মুরলী বিজয়ের ৭৫ রানের ইনিংসের জন্য। রবীন্দ্র জাদেজা ৩৮ রান করে মান বাঁচান দলের। অকেশনাল স্পিনার এলগার ৮ ওভারের স্পেলে ২২ রানের খরচে নেন ৪ উইকেট। ওপেন ব্যাটিং করতে নেমে দিন পার করেন ১৩ রানে অপরাজিত থেকে। ইমরান তাহির নেন ২ উইকেট। জবাবে ভ্যান ঝিল ও ফাপ ডু প্লেসিসের উইকেট হারিয়ে ২৮ রান তুলে দিন পার করে দক্ষিণ আফ্রিকা। আজ ৮ উইকেট হাতে নিয়ে ১৭৩ রানে পিছিয়ে ব্যাট করবে প্রোটিয়াসরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর