শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রতিশোধ বায়ার্নের, জয় পেল চেলসি

ক্রীড়া ডেস্ক

প্রতিশোধ বায়ার্নের, জয় পেল চেলসি

জয়ের স্বাদ কেমন, সেটা প্রায় ভুলেই গিয়েছিল হোসে মরিনহোর চেলসি। হারতে হারতে খাদের কিনারায় চলে এসেছিলেন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো। এমনও শোনা যাচ্ছিল, যখন-তখন বরখাস্ত হচ্ছেন তিনি! কিন্তু ক্লাবের কর্ণধার রোমান আব্রাহোভিচ বন্ধুর প্রতি আস্থা রাখেন। তার প্রতিদানও পান পরশু রাতে। চ্যাম্পিয়ন্স লিগের পরশু রাতে গ্রুপ পর্বের খেলায় ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি ২-১ গোলে হারিয়েছে ডায়নাভো কিয়েভকে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার আশা উজ্জ্বল হলো মরিনহোর দলের। একই রাতে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। নেইমার-লুইস সুয়ারেজের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বাতে বরিশভকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে নক আউট পর্ব। নকআউট পর্বে জায়গা করেছে জেনিত সেন্ট পিটার্সবার্গও। প্রতিশোধের ম্যাচে আর্সেনালকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ‘পাওয়ার হাউজ’ বায়ার্ন মিউনিখ। বড় জয় পেলেও অবশ্য নকআউট পর্ব নিশ্চিত হয়নি জার্মান ক্লাবটির। দুই সপ্তাহ আগে আর্সেনালের কাছে অ্যাওয়ে মাঠে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন। ওই হারের পর প্রতিশোধের জন্য তেতেই ছিল জার্মান ক্লাবটি। ম্যাচ শুরুর দুদিন আগে প্রতিপক্ষ শিবিরকে সতর্ক করে এমন একটি মেসেজ দিয়েছিলেন মার্তেসকা। মেসেজটি ভুল ছিল না, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমে হাড়ে হাড়ে টের পেল ইংলিশ জায়ান্টারা। রবার্ট লেভান্দোভস্কি, থমাস মুলারের ডাবল, ডাবিদ আলাভা ও আরিয়েন রোবেনের স্ট্রাইকে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে। আর্সেনালের পক্ষে একমাত্র গোলটি করেন মেসুত ওজিল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে বায়ার্ন যুগ্মভাবে শীর্ষে রয়েছে অলিম্পিয়াকোসের সঙ্গে। ‘এফ’ গ্রুপের অন্য খেলায় অলিম্পিয়াকোস ২-১ গোলে হারিয়েছে দিনামো জাগরেবকে। আর্সেনাল ও জাগরেবের পয়েন্ট ৩। কোনো অঘটন না ঘটলে নক আউট পর্বে খেলবে বায়ার্ন ও অলিম্পিয়াকোস। ফরাসি ক্লাব অলিম্পিক লিওকে ২-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে নক আউট পর্বে ঠাঁই নিয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ।

সর্বশেষ খবর