শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়ার্নার-খাজার জোড়া সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

উসমান খাজা সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালের আগস্টে। ইংল্যান্ডের বিপক্ষে ২১ রানের ইনিংস খেলার পর আর ডাক পাননি অস্ট্রেরিয়ান ক্রিকেট দলে। অ্যাসেজ শেষে সিনিয়র ক্রিকেটাররা অবসরে যাওয়ার সুযোগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভ‚ত এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই খেলে ফেলেন তিন অংকের ইনিংস। ব্রিসবেনের হার্ড ও বাউন্সি উইকেটে ব্ল্যাক ক্যাপস বোলারদের সাধারণ মানে নামিয়ে তুলে নেন ১০ টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শুধু খাজা নন, সেঞ্চুরি করেছেন বাঁ হাতি ওপেনার ডেভ ওয়ার্নারও। দুজনের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৩৮৯ রান তুলে প্রথম দিনেই স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া বসে পড়েছে চালকের আসনে। দুই ওপেনার ওয়ার্নার ও বার্নস ১৬১ রানের ভিত দেন উদ্বোধনী জুটিতে। বার্নস সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৭১ রানে। এরপর দ্বিতীয় উইকেটে আরও ১৫০ রান যোগ করেন ওয়ার্নার ও খাজা জুটি। ওয়ার্নার ১৬৩ রানে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরি। খাজা দিন পার করেন অধিনায়ক স্মিথকে নিয়ে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। এরমধ্যে খাজা খেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি। ১০২ রানে অপরাজিত ইনিংসটি খেলেন ওয়ানডে স্টাইলে ১৩৩ বলে ১০ চার ও ২ ছক্কায়।

সর্বশেষ খবর