শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হোয়াইটওয়াশের ফল ১ পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ভারতকে হারানোর পরও চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত ছিল না বাংলাদেশের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সিরিজ জিততে হতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে না খেলার সম্ভাবনা জেগেছিল। কিন্তু শেষ দুটি ওয়ানডে জিতে র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেলে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। তিন তিনটি পরাশক্তিকে হারিয়ে ৯৬ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে হাতছানি ছিল ৬ নম্বরে উঠার! গতকাল আইসিসি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের পয়েন্ট প্রাপ্তি হবে ১। ফলে ৭ নম্বরে থেকেই ২০১৫ সাল শেষ করতে হচ্ছে মাশরাফিদের। বিপরীতে সিরিজ হেরে গেলে নেমে যাবে পাকিস্তানের নিচে, ৮ নম্বরে। সিরিজ শুরুর আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯৬ এবং জিম্বাবুয়ের ৪৬। বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে পয়েন্ট হবে ৯৭। জিম্বাবুয়ের পয়েন্ট আগের মতো ৪৬-ই থাকবে। বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৯৪, জিম্বাবুয়ের ৪৮। জিম্বাবুয়ে ৩-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৫২ এবং বাংলাদেশের ৮৮। ব্যবধান ২-১ হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯১ এবং জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৫০। সিরিজ ১-১ হলে, বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩ এবং জিম্বাবুয়ের ৪৮।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর