শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনিশ্চয়তা এখনো কাটেনি

ঢাকায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে ঢাকায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসেনি। এরপরই তাদের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয় নিরাপত্তার কারণে তারা ঢাকায় ম্যাচ নাও খেলতে পারে। এ নিয়ে ফিফার কাছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন চিঠিও দেয়। যে অবস্থা তাতে মনে হচ্ছিল ক্রিকেটের মতো তাদের ফুটবল দলের সফর স্থগিত হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বাফুফেকে জানিয়ে দেয় ১৭ নভেম্বর ম্যাচে তারা অংশ নেবে। এ জন্য ১৪ নভেম্বর এশিয়ান চ্যাম্পিয়নরা ঢাকায় আসবে। এমন নিশ্চয়তা পাওয়ার পর বাফুফে সব রকম প্রস্তুতি নেওয়া শুরু করে। এখন আবার শোনা যাচ্ছে ফিফা সবুজ সংকেত দিলে তারা ১৭ নভেম্বর ঢাকায় ম্যাচ খেলবে। বাফুফে এ ব্যাপারে নীরব থাকলেও বিদেশি মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করছে ফিফা প্রতিনিধি দল ঢাকায় অস্ট্রেলিয়ার খেলাটা ঝুঁকিপূর্ণ না ঝুঁকিমুক্ত তা পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফরে যাচ্ছে। অর্থাৎ ফিফা প্রতিনিধির রিপোর্টের ওপর নির্ভর করছে ১৭ নভেম্বর ঢাকায় বাছাইপর্বের ম্যাচ হবে কিনা। এ ব্যাপারে গতকাল বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ পরিষ্কার করে কিছু বলতে পারেননি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ফিফা থেকে বাফুফেকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে তাদের পর্যবেক্ষক দল ঢাকায় আসছে। তারা আসার পরই বাফুফে সংবাদ সম্মেলন করে জানাবে ঢাকায় ম্যাচ হবে কিনা?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর