শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অভিষেকের অপেক্ষায় রাব্বি

ক্রীড়া প্রতিবেদক

খেলার মতো ফিটনেস আছে কি-না তা প্রমাণ করতে ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ব্যাটিং ও বোলিং দুটোই করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ব্যাটিং ও বোলিং করার পরও টিম ম্যানেজমেন্ট পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না মাশরাফির খেলার বিষয়ে। তবে শতভাগ সুস্থ না হলেও খেলবেন- জানিয়েছেন মাশরাফি। মাশরাফির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে কামরুল ইসলাম রাব্বিরও। আজ উজ্জ্বল সম্ভাবনা রয়েছে রাব্বির অভিষেকের। রাব্বির অভিষেকে একাদশের বাইরে থাকতে হতে পারে আল আমিনকে। সৌম্য সরকারের ইনজুরির সুযোগে জায়গা পাওয়া ইমরুল কায়েসকেও বাইরে বসে থাকতে হবে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ম্যানেজমেন্ট যে একাদশ সাজাচ্ছে, তাতে ব্যাটসম্যান সাতজন- তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসেন। তিন পেসার মাশরাফি, মুস্তাফিজুর রহমান ও রাব্বি এবং একজন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। সাকিব ও নাসির আবার অলরাউন্ডার।

সর্বশেষ খবর