শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টাইগারদের ভরসা ৪ জন

টাইগারদের ভরসা ৪ জন

ফ্রন্টলাইনার

পুরো দলটা তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। একজন সৎ, যোগ্য, পরিশ্রমী আর অনুকরণীয় নেতা হিসেবে মাশরাফি বিন মর্তুজা এরই মধ্যে জাতীয় দল এবং এর বাইরে প্রশংসার পাত্র। আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই মাশরাফিই থাকছেন সামনের সারিতে। আরও একবার দলকে নেতৃত্ব দিয়ে বিজয়ের সন্ধানে লড়াইয়ে নামবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি সফলতম বোলারদের একজন। ক্যারিয়ারের ২০০ উইকেটের ৫৫টিই তিনি শিকার করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাট হাতেও জিম্বাবুইয়ানদের বিপক্ষে সফল। ২৬৩ রান করেছেন ২৫ ইনিংসে। এবারেও সামনের সারিতে থেকেই  নেতৃত্ব দেবেন মাশরাফি।

নিউক্লিয়াস

বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব তার নামের পাশে। ব্যাট আর বল- দুটোতেই সমান পারদর্শী তিনি। সাকিব আল হাসান বহু বছর আগে থেকেই বাংলাদেশ দলের একজন আস্থাভাজন ক্রিকেটারে পরিণত হয়েছেন। তিনি দলে থাকলে প্রতিপক্ষের বাড়তি একটা পরিকল্পনা থাকতেই হয়। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ১ হাজার ৩০০ রান করেছেন তিনি। এর মধ্যে ৩টি সেঞ্চুরি ছাড়াও আছে ৬টি অর্ধশতক। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতেও সেরা তিনি। জিম্বাবুইয়ানদের ৬৩টি উইকেট শিকার করেছেন সাকিব। তার অতীত সফলতা বলছে, আজও তিনি বাংলাদেশের কেন্দ্রবিন্দু হয়েই থাকবেন মিরপুরের মাঠে।

ম্যাচ উইনার

এরই মধ্যে তিনি ম্যাচ উইনার হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। অনেক ম্যাচে দলকে বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন একাই। মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিং লাইনে এক অন্যতম নাম। ক্যারিয়ারে ৩ হাজার ৭৬৪ রান করেছেন। এর মধ্যে ১ হাজার ১৫ রানই করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। শতক একটি হলেও অর্ধশতক করেছেন সাতটি। মুশফিকুর রহিম জিম্বাবুয়ের চরম শত্রু বিবেচিত হলেও  ভক্তদের একান্ত আপন। জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার লড়াইয়ে নামার আগে মুশফিকুর রহিমকে দর্শকরা কল্পনার চোখে একজন ম্যাচ উইনার হিসেবেই দেখছেন। মিরপুরের মাঠেও হয়তো ভক্তদের চাওয়া পূরণ হবে!

ওপেনার

ক্রিকেটে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সব অধিনায়কের বক্তব্য প্রায় একই থাকে- শুরুটা ভালো করতে হবে। ব্যাটিং করলে দ্রুত রান তুলতে হবে। বোলিং করলে দ্রুত উইকেট শিকার করতে হবে। তবে সব দলেই শুভ সূচনাকারী তেমন একটা নেই। বাংলাদেশের যেমন আছেন তামিম ইকবাল। উইকেটে থাকলে তার ব্যাটিং ঝড় দর্শকদের উচ্ছ্বসিত করে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় তামিমের থাকছে বাড়তি প্রেরণা। এ দলের বিপক্ষে ১ হাজার ৮২ রান আছে তামিমের। তামিম একজন ওপেনার হিসেবে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনে কতটা গুরুত্বের দাবিদার, তা ভক্তরা ভালোই জানেন। তামিম ভক্তদের আশা পূরণ করতে পারবেন তো!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর