রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ

সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব : প্রধানমন্ত্রী

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সফররত আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা - বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ক্রিকেট পাগল। নিরাপত্তার ক্ষেত্রে আমরা সব সময় আন্তর্জাতিক মান রক্ষা করি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলায়ও আমরা আমাদের সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব।’ গতকাল বিকালে ডেভ রিচার্ডসনের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন সাংবাদিকদের বলেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে খেলোয়াড, তাদের পরিবার এবং দর্শকদের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। এই টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে সেসব দেশের দূতাবাসের সঙ্গেও কথা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এর মানে এই নয় যে, প্রতিযোগিতা বন্ধ থাকবে। যথাযথ ব্যবস্থা নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিসিবি, সরকার, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সঙ্গে কথা বলেছি।’  চলতি মাসের শেষে  প্রতিনিধি দল  আইসিসিতে প্রতিবেদন জমা দেবে। অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনার চার ভেন্যুতে বাংলাদেশসহ ১৬টি দেশের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির নিরাপত্তা পরামর্শক শন নরিস ও রেগ ডিকসন ও হেড অব ইভেন্টস ক্রিস টেটলি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর