রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেডারেশন সভাপতির ক্যাম্প পরিদর্শন

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন সভাপতির ক্যাম্প পরিদর্শন

কেটে গেছে হকির জটিলতা। খেলোয়াড়রা যোগ দিয়েছেন ক্যাম্পে। পরিবর্তন এসেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে। খাজা রহমতউল্লাহ’র জায়গায় দায়িত্ব নিয়েছেন দেশের হকির জীবন্ত কিংবদন্তি আবদুস সাদেক। তিনি দায়িত্ব নেওয়ার পরই প্রাণের সঞ্চার হয়েছে দেশের হকিতে। পূর্ণোদ্যমে অনুশীলন চলছে জাতীয় দলের। কাল প্রথমবারের মতো হকির ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার। ক্যাম্প প্রদর্শনকালে ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের আশ্বস্থ করেন, সব সমস্যার সমাধান করার। 

গতকাল বিকালে বিমান বাহিনীর প্রধান ক্যাম্প পরিদর্শন করেন। মওলানা ভাষানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে তিনি উপভোগ করেন জাতীয় দল ও জুনিয়র দলের প্রদর্শনী ম্যাচ। খেলা দেখে তিনি খেলোয়াড়দের সুযোগ সুবিধা ঘুরে ঘুরে দেখেন। তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানোর চিন্তা-ভাবনার কথা বলেন। ভবিষ্যতে ক্লাবের সংখ্যা বাড়িয়ে খেলোয়াড় বাড়ানোর পরিকল্পনার কথাও বলেন ফেডারেশন সভাপতি, ‘প্রিমিয়ার লিগের দলের সংখ্যা ১২টি হলে চলবে। বাড়াতে হবে। আমরা চাইছি শেখ জামাল, শেখ রাসেলের মতো দলগুলো হকিতে আসুক। এসব ক্লাব আসলে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ভালো দল আসলে ভালো খেলোয়াড়ও তৈরি হবে।’ বিদেশি কোচ নিয়োগের চেষ্টার কথাও বলেন ফেডারেশন সভাপতি। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনও চাইবেন, ‘জাতীয় দলের জন্য বিদেশি কোচ অবশ্যই প্রয়োজন। একজন বিদেশি কোচের পেছনে মাসে খরচ ১০ থেকে ১৫ হাজার ডলার। এই মুহূর্তে হকির যথেষ্ট ফান্ড নেই। এই সাপোর্ট পেতে আমরা অন্যান্য স্পন্সর এবং অন্যান্য সংগঠন যেমন ক্রিকেট বোর্ডের সহায়তাও চাইতে পারি। তাদের যদি যথেষ্ট ফান্ড থাকে, তাহলে হকির স্বার্থে সহায়তা নিতে কোনো দ্বিধা করব না। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। আমি মনে করি, ওনার কাছে চাইলে ওনি কাউকে ফেরত দেন না।’

সর্বশেষ খবর