রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দ্বিতীয় স্থানে সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের গলফে এক নতুন দিগন্তের উম্মোচন করেছিলেন সিদ্দিকুর রহমান। গত কয়েক বছরে সিদ্দিকুরের মতোই আরও অনেকে এই অঙ্গনে বিচরণ করতে শুরু করেছেন। তবে সিদ্দিকুর এখনো দেশের সেরাই। আরও একটি শিরোপার কাছাকাছি দাঁড়িয়ে আছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। দিল্লিতে প্যানাসনিক ওপেনের শিরোপা জিততে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন দেশসেরা গলফার। কাল দুর্দান্ত খেলে সিদ্দিকুর উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ৬৮টি শটে বা পারের চেয়ে ৪ শট কম খেলে -১০ পারে লিডারবোর্ডের দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। শীর্ষে রয়েছেন ভারতের চিরাগ কুমার। তৃতীয় রাউন্ডে চিরাগ খেলেন পারের   চেয়ে ৭২ শট কম। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন অবস্থান করছেন যৌথভাবে তৃতীয় স্থানে। ২০১৩ সালে এখানেই এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। টুর্নামেন্টের প্রাইজমানি ৪ লাখ ডলার।

সর্বশেষ খবর