রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন দিনেই জিতল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রথম দিনই আলোর মতো পরিষ্কার করে দিয়েছিল মোহালি টেস্টের ভবিষ্যৎ। উইকেটে যেভাবে বল ঘুরছিল, তাতে স্পিনারদের ঘূর্ণিতে যে নাকাল হতে হবে ব্যাটসম্যানদের, সেটাও স্পষ্ট ছিল। সেটাই হল। টেস্টের ফল হল। ব্যাটসম্যানদের নাকাল করে ছাড়লেন স্পিনাররা। স্পিন শাসিত মোহালি টেস্ট ভারত জিতে নিল মাত্র তিন দিনে। সফরকারী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ১০৮ রানে জিতে তিন টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল বিরাট কোহলীর ভারত। প্রথম দিন উইকেটের পতন হয়েছিল ১২টি। দ্বিতীয় দিন সেই ধারাবাহিকতা ধরে রাখেন স্পিনাররা। ১০ উইকেটের পতন হয় দ্বিতীয় দিন। কাল তৃতীয় দিন ১৮ উইকেট হারা দুই দল। অবিশ্বাস্য! উইকেটগুলোর পতন হয় মাত্র ১৮৪ রানে। আগের দিনের ২ উইকেটে ১৮৫ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক ভারত। মোহালির ঘূর্ণি উইকেটের সঙ্গে যুদ্ধ করে একাই ব্যাটিং করলেন চেতেশ্বর পুজারা। তার ৭৭ রানের ইনিংসেই ভারতের সংগ্রহ ২০০। জবাবে জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে ১০৯ রানে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর