রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ ভালো বোলিং করেছে : চিগুম্বুরা

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচে সহজেই জিতেছিল জিম্বাবুয়ে। ফতুল্লার ওই ম্যাচে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অনেকেই। জিম্বাবুয়ের জয়ে মনে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে ওয়ানডে সিরিজে। আফ্রিকান প্রতিনিধিদের সে আশায় কাল জল ঢেলে দেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা। বিশেষ করে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। ১৪৫ রানে হেরে পিছিয়ে পড়েছে সিরিজে। ম্যাচ হারের পর জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা প্রশংসা করেছেন বাংলাদেশের বোলিংয়ের। ম্যাচের শুরুতে ব্যাটিং করে মাশরাফি বাহিনী ২৭৩ রান করে। টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম খেলেন ১০৭ রানের নান্দনিক ইনিংস। এরপর ফিল্ডিংয়ে ১২৮ রানে ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট নেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিয়ার-সেরা বোলিং করলেও জিম্বাবুয়ের অধিনায়ক দুষেছেন নিজের দলের ব্যাটসম্যানদের, ‘সাকিবের বলে টার্ন ছিল না। আমাদের ব্যাটসম্যানদের আরও ভালো খেলা উচিত ছিল। সত্যি বলতে, আমরাই উইকেট বিলিয়ে দিয়েছি সাকিবকে।’

সর্বশেষ খবর