শিরোনাম
সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিতলেই সিরিজ

মেজবাহ্-উল-হক

জিতলেই সিরিজ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিয় ক্রিকেটার তামিম ইকবালকে কাছে পেয়ে সেলফি তোলায় ব্যস্ত নিরাপত্তাকর্মীরা -রোহেত রাজীব

জিম্বাবুয়ের জন্য কিঞ্চিৎ সুখবরই বটে! যে সাকিব আল হাসানের ঘূর্ণিতে তারা দিশাহারা হয়েছিল প্রথম ম্যাচে তাকে আর দেখা যাবে না সিরিজের বাকি ম্যাচগুলোতে। প্রথম সন্তানের ধরায় আগমনের ক্ষণে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতেই গত রাতে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। আজ বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

সাকিবের পরিবর্তে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা অনুভূত হবে ঠিকই। কিন্তু সাকিব ছাড়াই জিম্বাবুয়েকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। তাই বলে প্রতিপক্ষকে কোনো ক্রমেই হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। প্রথম ম্যাচে সহজ জয় পেলেও আজ জিম্বাবুয়ে ‘শক্তিশালী’ প্রতিপক্ষ ভেবে সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে মাঠে নামছেন মাশরাফি-মুশফিকরা।

আগের দিন ম্যাচ ছিল বলে গতকাল ছিল ঐচ্ছিক অনুশীলন। তারপরেও অনুশীলন করেছেন ছয় ক্রিকেটার। এ সময় প্রথম ম্যাচ সম্পর্কে তামিম ইকবাল বলেন, ‘এতো সহজে জিততে পারব, এটা আমরা ভাবিনি। ম্যাচে আগেই আমরা একটা বিষয় জানতাম যে, তাদের সঙ্গে কষ্ট করেই জিততে হবে আমাদের।  মাঠে নামব, খেলব আর জিতে যাব- এমন ভাবনা আমাদের কেনো খেলোয়াড়ের মাথায় ছিল না। সব সময় আমরা খুবই সিরিয়স ছিলাম। বাকি দুই ম্যাচেও আমরা সিরিয়াস থাকব। পরের দুই ম্যাচে এতো সহজে আমরা নাও জিততে পারি। খুব কষ্ট করেই জিততে হতে পারে। আমাদের কাজ হবে প্রক্রিয়াগুলো ঠিক রাখা।’

প্রথম ম্যাচে বড় জয় দিয়ে মিশন শুরু হয়েছে। আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দারুণ খেলেছে বাংলাদেশ। কঠিন উইকেটেও ২৭৩ রানের বড় সংগ্রহ করেছিলেন মুশফিকরা। তামিম মনে করেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩২০ রান করাও সম্ভব। ড্যাসিং ওপেনার বলেন, ‘যদি আমরা প্রত্যেকেই ঠিকঠাক মতো খেলি, মিডল অর্ডারে প্রয়োজন মতো স্কোরবোর্ড সচল থাকে এবং সব কিছু পরিকল্পনা মতো যায়; তবে ৩২০ রানও করতে পারব।’

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে এখন দারুণ ভারসাম্যপূর্ণ। একজন দ্রুত আউট হলে আরেকজন ঠিকই দাঁড়িয়ে যায়। তামিম মনে করেন সবাইকেই ব্যাটিং করতে হবে দায়িত্ব নিয়ে। যে ব্যাটসম্যান যখন উইকেটে সেট হয়ে যায় তাকে খেলতে হবে লম্বা ইনিংস। তামিম বলেন, ‘আমি ৪০ রান করে আউট হলাম। রুম্মান বা মুশফিক ভালো নাও খেলতে পারত। তখন কিন্তু পরিস্থিতি অন্য রকম হতো। যে সময় যে সেট থাকে, তার দায়িত্ব রানটা বড় করে ফেলা।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর