সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অল স্টারস ক্রিকেট

ওয়ার্নের কাছে শচীনের হার

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৩ সালের সিডনির অবিশ্বাস্য সেই ২৭৭ রানের ইনিংসটির কথা আজীবন মনে থাকবে ব্রায়ান লারার। মনে রাখবেন শেন ওয়ার্নও। অবিশ্বাস্য ইনিংসটি খেলে দলের হার এড়িয়েছিলেন ক্যারিবীয় যুবরাজ। প্রতিপক্ষ হিসেবে একের পর এক ওভার করেও লারাকে আটকাতে পারেননি ওয়ার্ন। প্রায় দুই যুগ পর পরশু দুজনে ফের মুখোমুখি হলেন নিউ ইয়র্কে। সেবার না পারলেও এবার ঠিকই জিতেছেন লিজেন্ড লেগ স্পিনার ওয়ার্ন। দুই তারকা ক্রিকেটার মুখোমুখি হয়েছিলেন অলস্টারস ক্রিকেট ম্যাচে। শুধু ওয়ার্ন কিংবা লারা নয়, নিউইয়র্কের ম্যাচে বসেছিল তারার মেলা। কে ছিলেন না? শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরলীধরন, শোয়েব আক্তার, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, কার্টলি অ্যামব্রোস, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, জন্টি রোডস, গ্লেন ম্যাকগ্রাদের মতো ২৮ সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন নিউইয়র্কে। সাবেক এই তারকারা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে অংশ নিচ্ছেন তিনটি টি-২০ ম্যাচে। নিউইয়র্কে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শচীন ব্লাস্টার্সকে ৬ উইকেটে হারায় ওয়ার্ন’স ওয়ারিয়র্স। প্রিয় ক্রিকেটারদের দেখতে মাঠে উপস্থিত ছিল ৪০ হাজার দর্শক। ম্যাচের ফলের চেয়ে তারা উপভোগ করেন শচীন-ওয়ার্ন-এর নেতৃত্বের লড়াই। উপভোগ করেন শোয়েবের বাউন্সারে সাঙ্গাকারার বিপাকে পড়া, পন্টিংয়ের অদম্য মানসিকতায় ম্যাচ উইনিং ইনিংস। প্রথমে ব্যাট করে শচীন ব্লাস্টার্স ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শেবাগ মাত্র ২২ বলে। ওয়ার্ন ৪ ওভারের স্পেলে সাজঘরে ফেরান শচীন, লারা ও লক্ষণকে। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ওয়ার্ন’স ওয়ারিয়র্সকে জয় উপহার দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং ও শ্রীলঙ্কার সাঙ্গাকার। পন্টিং অপরাজিত থাকেন ৪৮ রানে এবং  সাঙ্গাকারা করেন ৪১ রান।

সংক্ষিপ্ত স্কোর

শচীন’স ব্লাস্টার: ১৪০/৮, ২০ ওভার ( শেবাগ ৫৫, শচীন ২৬, লক্ষণ ৮, লারা ১, জয়বর্ধনে ১৮, হুপার ১১, পোলক ১১। ডোনাল্ড ১/২৩,   ওয়ার্ন ৩/২০, ভেট্টরী ১/১৩, সাইমন্ডস ৩/১৫)।

ওয়ার্ন’স ওয়ারিয়র্স: ১৪১/৪, ১৭.২ ওভার ( ক্যালিস ১৩, হেইডেন ৪, পন্টিং ৪৮*, সাঙ্গাকারা ৪১, সাইমন্ডস ১, রোডস ২০*। শোয়েব ২/২৬, মুরলিধরন ১/১৮)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর