সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সর্বোচ্চ নিরাপত্তা পাবে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ। তারপরও মন গলেনি তাদের। দুঃখ প্রকাশ করে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট দল না আসাতে নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও। নিরপত্তাহীনতার অজুহাতে ১৭ নভেম্বরের ঢাকায় বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালের বাছাইপর্ব খেলতে অনীহা পোষণ করে। ফিফার কাছে আবেদন জানায় নিরপেক্ষ ভেন্যুতে খেলার। কিন্তু ফিফা অস্ট্রেলিয়ার অনুরোধে সায় দেয়নি। ফলে বাংলাদেশের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলতেই হচ্ছে সকারুদের। খেলতে হবে বলে দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক পাঠায় অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন। কাল মার্ক জন সালিবার নেতৃত্বে অস্ট্রেলিয়ান পরিদর্শক দল দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আশ্বাস দেন স্বরাষ্ট্র মন্ত্রী। মন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট অস্ট্রেলিয়ান পরিদর্শক দলের প্রধান জন সালিবা জানিয়েছেন, ১৪ নভেম্বর ম্যাচ খেলতে ঢাকা আসবে অস্ট্রেলিয়া ফুটবল দল বা সকারুরা। জন সালিবার সঙ্গী লিয়াম জেমস রায়ান। দুজনে কাল যখন দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তখন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, বাফুফের সহ সভাপতি বাদল রায়, ডেভেলপমেন্ট কমিটির আবদুল গাফফার, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। অস্ট্রেলিয়া ফুটবল দলকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘কাল দুপুরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়া ফুটবল দলের পরিদর্শক দল। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারা আশ্বস্ত হয়েছেন এবং জানিয়েছেন ১৪ নভেম্বর খেলতে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে তাদের।’ ঢাকায় অবস্থানকালে সকারুরা থাকবে ওয়েস্টিন হোটেলে। বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের প্রথম লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। পার্থের ওই লড়াইয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় আসছে সকারুরা।

সর্বশেষ খবর