শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়ানডের আত্মবিশ্বাসই ভরসা

ম্যাচ শুরু বিকাল ৫টায়, সরাসরি সম্প্রচার জিটিভিতে

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডের আত্মবিশ্বাসই ভরসা

টি-২০তেও তোমাকে ভালো ব্যাটিং করতে হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল মুশফিককে এ কথাই কি বলছেন কোচ হাতুরাসিংহে? -রোহেত রাজীব

ওয়ানডেতে বাংলাদেশ যতটা সফল ততটা নয় টি-২০তে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে যেখানে বাংলাদেশের অবস্থান সাত, টি-২০তে সেখানে দশ নম্বরে। তবে ওয়ানডেতে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করার পর টি-২০তেও আত্মবিশ্বাসী টাইগাররা। গতকাল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘টি-২০তে আমরা এখনো অতটা সফল নই। আর এটাও সত্যি যে তিনটি ওয়ানডে জেতার পর আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, আর আমরা মাঠে  চেষ্টা করব সেই আত্মবিশ্বাস বয়ে নিয়ে যেতে। নিতে পারলে ফল আমাদের পক্ষে থাকবে আশা করি।’

টি-২০তে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। আইপিএল, বিগ-ব্যাশ, সিপিএল -দুনিয়ার সব বড় বড় টি-২০ টুর্নামেন্টেই খেলেছেন সাকিব। সফলও হয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া দল গঠন করা যে খুব কঠিন তা অকপটে স্বীকার করলেন মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব সবসময়ই আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিব-সৌম্য ফিরলে স্বয়ংক্রীয় পছন্দ, ওরা যেভাবে খেলছে তা এক কথায় অসাধারণ।’ তারপরও যতটা বললাম যে সঠিক পজিশনে সঠিক ক্রিকেটার খেলানো, এই কম্বিনেশটার কথা বলছি।  চেষ্টা করছি যেন সফল হই।

ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পাচ্ছেন না সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান সৌম্য সরকার। দুই টপ অর্ডারকে ছাড়া ব্যাটিং অর্ডার সাজাতেই হিমশিম খেতে হবে মাশরাফিকে। দলের কম্বিনেশন সম্পর্কে মাশরাফি বলেন, ‘টপ অর্ডারে বিজয় আছে, লিটন আছে। এমনকি সাব্বিরকেও  খেলানো যায়। টি-২০ এমন একটি খেলা, ছয় নম্বরে এমন একজন ব্যাটসম্যান লাগে, যে কিনা ২০ বলে ৪০ দরকার হলে করে ফেলবে। সবকিছু মাথায় রেখেই কম্বিনেশন করতে হবে। কম্বিনেশনটা বের করা জরুরি। সেটা শুধু একাদশ নয়, ১৫ জন্যই। যাতে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারি। এমন নয় যে আমরা একটা ম্যাচ জিতেই আছি, সেই জয়ী কম্বিনেশন নিয়ে নামব। ১৫ জনের দিকেও চোখ রাখতে হবে যেন প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ভেবে যেন একাদশ সাজাতে পারি, এজন্যই কম্বিনেশনটাই বেশি জরুরি। জয়  তো অবশ্যই।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করলেও টপ অর্ডারে তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তাই যারা নিয়মিত ব্যর্থ হচ্ছেন, তাদের বার্তা দেওয়া হয়েছে কি না? এ সম্পর্কে মাশরাফি বলেন, ‘ বার্তাটা শুধু লিটন বা অন্য কাউকে ব্যক্তিগত ভাবে না। এটা আসলে একটা কালচার গড়ে তোলা। আমরা টেস্ট ক্রিকেটে এখনো স্ট্রাগল করছি। গত ১৫ বছর যারা খেলেছেন আপনারাও হয়ত মনে করতে পারবেন না অনেকের নাম। সময় লাগবে মনে করতে। কাউকে দলে এনে আবার সরিয়ে ফেলছেন, তার প্রতি পুরো জাস্টিস হয় না। একটা কালচার আমরা চাই যে একজন ক্রিকেটারকে দলে আনা হলে যথেষ্ট সুযোগ যেন দেওয়া হয়। এক্ষেত্রে  সবার ক্ষেত্রেই এই নিয়ম থাকা উচিত। তাহলে একজন ক্রিকেটারকেও সময়  দেওয়া হয় নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পায়। আন্তর্জাতিক ক্রিকেট তো আসলে অনেক কঠিন।’

আজকের ম্যাচে তিন পেসার নাকি দুই পেসার খেলানো হবে? মাশরাফি বলেন, ‘তিনজন সিমার নিয়ে আমরা এখনো পর্যন্ত সফল হয়েছি। এই বছর বেশির ভাগই ম্যাচই এভাবে জিতেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে, ৮ ব্যাটসম্যান, ১ স্পিনার, ২ সিমার ছিল, আমরা ম্যাচটা হেরেছি। কিন্ত ৮ ব্যাটসম্যান ও ৩ সিমার নিয়ে জিতেছি। প্রতিপক্ষের দুর্বলতা চিন্তা করতে হবে, কিন্তু নিজেদের শক্তির জায়গাটাও ভাবতে হবে।’

সর্বশেষ খবর