শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিজ জয় ওয়ার্ন ওয়ারিয়র্সের

ক্রীড়া ডেস্ক

সিরিজ জয় ওয়ার্ন ওয়ারিয়র্সের

ম্যাচের পর সংবাদ সম্মেলনে শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার -ইন্টারনেট

এক সময় মার্কিন মুল্লুকে জনপ্রিয়তায় ফুটবলের স্থান ছিল নিচের দিকে। কিন্তু ফিফার আন্তরিকতায় ফুটবল এখন আমেরিকার জনপ্রিয়তায় উপরের দিকে। এবার আইসিসি মনোযোগ দিয়েছে। চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার। এমন ভাবনায় শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরামদের মতো ২৮ গ্রেট ক্রিকেটারকে নিয়ে দুই দল গড়ে তিনটি টি-২০ ম্যাচের আয়োজন করেছে আমেরিকায়। এক দলের নেতৃত্বে শচীন টেন্ডুলকার এবং অন্য দলের নেতৃত্বে ওয়ার্ন। ওয়ার্ন নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ন ওয়ারিয়র্সকে এবং টেন্ডুলকার নেতৃত্ব দিচ্ছেন শচীন ব্লাস্টার্সকে। দুই দল কাল হিউস্টনের মিনিট মেইড পার্কে মুখোমুখি হয় দ্বিতীয় ম্যাচে। হাই স্কোরিং ম্যাচে কাল ওয়ার্ন ওয়ারিয়র্স ৫৭ রানে হারিয়েছে শচীন ব্লাস্টার্সকে। কাল সিরিজ নিশ্চিত করতে ওয়ারিয়র্সকে সামনে থেকে নেতৃত্ব দেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। উল্লেখ্য, প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ওয়ার্ন ওয়ারিয়র্স।

প্রথম ম্যাচে ওয়ারিয়র্সকে জয় উপহার দিয়েছিলেন সাঙ্গাকারা ও রিকি পন্টিং। কালও দুজনে দলের বড় স্কোর গড়ায় সহায়তা করেন ব্যাট হাতে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৬২ রানের পর্বতসমান স্কোর গড়ে ওয়ার্ন বাহিনী। দুই ওপেনার মাইকেল ভন ও ম্যাথু হেইডেন ৫১ রানের ভিত দেন ৫.৪ ওভারে। ভন ৩০ ও হেইডেন করেন ৩২ রান। ওয়ান ডাউনে খেলতে নামা জ্যাক ক্যালিস ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায়। তবে টর্নেডো গতিতে ব্যাটিং করেন সাঙ্গাকারা। ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৭০ রানের ইনিংস খেলেন মাত্র ৩০ বলে। যাতে ৬টি করে ছিল ছক্কার ও চার। পন্টিং ছিলেন আরও আক্রমণাত্মক। ২৫৬.২৫ স্ট্রাইকে রেটে ৪১ রান করেন মাত্র ১৬ বলে। সাঙ্গাকারা, পন্টিং, ক্যালিসদের ঝড়ো ব্যাটিংয়ে শচীন বাহিনীর পক্ষে দুটি উইকেট নেন ১৯৯৯ সালের বিশ্বকাপের ‘ভিআইপি’ ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। টার্গেট ওভার প্রতি ১৩ রানের সামান্য উপরে। পাহাড় টপকানোর মতো। সেই টার্গেটে শুরু থেকে ধুন্ধুমার ব্যাটিং করেন বীরেন্দার শেবাগ ও টেন্ডুলকার। টেন্ডুলকার ২০ বলে ৩৩ রান করে রানের খাতা সচল রাখতে চেষ্টা করেন। কিন্তু অপরাপর ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ২০৫ রানের বেশি তুলতে পারেনি শচীন ব্লাস্টার্স। এই স্কোর করতে পেরেছে শন পোলকের ২২ বলে ৫৫ রানের ইনিংসে। আগের ম্যাচের মতো কালও উইকেট নেন সাবেক অসি অলরাউন্ডার এন্ড্র– সাইমন্ডস। ৪ উইকেট নিলেও ওভার প্রতি রান দেন ১৭.৫০। ওয়ার্ন ৩ ওভারের স্পেলে ২৩ রানে ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি ওয়াসিম আকরামও।

সর্বশেষ খবর