শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

২৫ ধাপ এগোলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে যখন নেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে, তখন বিস্মিত হয়েছিলেন অনেকে। শহীদ আফ্রিদিকে আউট করে তাকে নেওয়ার যোগ্যতা প্রমাণ করেন। এরপর ভারত সিরিজে তো বিস্ময় উপহার দিলেন গোটা বিশ্বকে। পরপর দুই ম্যাচে ‘বিস্ময়কর’ কাটারে ভারতকে গুঁড়িয়ে দেশকে উপহার দেন সিরিজ। সেই মুস্তাফিজ এখন দেশের এক নম্বর পেসার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের অন্যতম নায়ক মুস্তাফিজ। তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এই পারফরম্যান্সে আইসিসির র‌্যাঙ্কিংয়ে এক-দুই নয়, এগিয়েছেন ২৫ ধাপ। ৫০২ পয়েন্ট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ ৪১ নম্বরে। শুধু মুস্তাফিজ নয়, র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের প্রায় সব ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের। ছিল না ওয়ানডে ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেন সাকিব। এরপর কন্যা সন্তানের মুখ দেখতে সিরিজের মাঝপথে উড়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা বোলিং করলেও পরের দুটি খেলেননি। তাই বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে ৫-এ চলে এসেছেন সাকিব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর