শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চান চিগুম্বুরা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজে লড়াই হয়েছে একপেশে। দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের দাপুটে ক্রিকেটের কাছে অসহায় হয়ে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। আজ থেকে ভিন্ন ফরম্যাটের ক্রিকেট খেলবে দুই দল। দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি আজ। ফেবারিটের দোলকটা বাংলাদেশের দিকেই হেলে আছে স্বাভাবিকভাবে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলে টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়তে চান। ভিন্ন ফরম্যাটের ম্যাচ বলেই জিম্বাবুয়ান অধিনায়ক এল্টন চিগুম্বুরার এই আত্মবিশ্বাস। ওয়ানডে সিরিজে হেরে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত চিগুম্বুরারা যে, কাল মিডিয়ার মুখোমুখি হয়েছেন হোটেল। সোনারগাঁও হোটেলে মিডিয়ার মুখোমুখিতে চিগুম্বুরা বলেন, ‘ওয়ানডে সিরিজ শেষ। কি হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। কেননা ওটা এখন অতীত। আমাদের ভাবনায় এখন টি-২০ ক্রিকেট। নতুন ফরম্যাটের খেলা,  আমরা ভালো খেলতে চাই। ভালো খেলাই আমাদের দায়িত্ব।’  বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ৮ মুখোমুখির সবগুলোতেই হেরেছে জিম্বাবুয়ে। দেশটির অধিনায়ক প্রশংসা করেন বাংলাদেশের, ‘বাংলাদেশ এখন ভালো ওয়ানডে দল। তারা এখন অনেক আত্মবিশ্বাসী।’ জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এমন এক জায়গায় পৌঁছে গেছে, শুধু জিম্বাবুয়ে কেন শক্তিশালী যে কোনো দলকে নাস্তানাবুদ করতে পারে। যার প্রমাণ তারা দিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব দিকেই বাংলাদেশের ক্রিকেটাররা পারদর্শিতার ছাপ রাখছেন। তার পরও আমরা টি-২০ সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদী।

সর্বশেষ খবর