শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চার দিনের ম্যাচ জিতল ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় দল। একইভাবে জিম্বাবুয়ের মাটিতেও জয়ের পতাকা উড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ‘এ’। ওয়ানডে সিরিজ জেতার পর কাল প্রথম চারদিনের ম্যাচও জিতল। এ দলকে ১৪ রানের জয় উপহার দেন টেস্ট বোলার মোহাম্মদ শহীদ। 

প্রথমে ব্যাট করে ‘এ’ দল ২৬৮ রান করে প্রথম ইনিংসে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাকলাইন সজিব অপরাজিত থাকেন ৪৭ রানে। জবাবে পিটার মুরসের সেঞ্চুরিতে স্বাগতিক ‘এ’ দলের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান। ৬৮ রানে পিছিয়ে থেকে ২১১ রানে গুটিয়ে যায় ‘এ’ দল। সর্বোচ্চ ৭৯ রান করেন নুরুল হাসান সোহান। টার্গেট দেয় মামুলি ১৪৩ রানের। এই রানকে পুঁজি করেই শহীদ বিধ্বংসী হয়ে স্বাগতিক ‘এ’ দলকে গুঁড়িয়ে দেন মাত্র ১২৯ রানে। শহীদের ৫ উইকেট শিকারে অবিশ্বাস্য ম্যাচ জিতে বাংলাদেশ ‘এ’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর