শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
হকির দলবদল

শক্তিশালী দল নিয়ে মাঠে ফিরছে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

হকির মাঠে ফিরছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্বাচিত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর পদত্যাগের দাবিতে ২০১২-১৩ মৌসুমে হকির সব কর্মসূচি বয়কট করে মোহামেডান। দেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক সাধারণ সম্পাদক হওয়ায় থমকিয়ে থাকা এ খেলার সুবাতাস বইতে শুরু করেছে। মোহামেডান ছাড়াও বর্জনকারী অন্য ক্লাবগুলোও মাঠে ফিরছে। ডিসেম্বরের ১৩, ১৪ ও ১৬ তারিখে প্রিমিয়ার লিগের দলবদল নির্ধারণ করা হয়েছে। যদিও লিগ গড়াবে মার্চের দিকে। কিন্তু দলবদল নিয়ে এখনই গুঞ্জন শুরু হয়ে গেছে। শক্তিশালী দল গঠন করেই মোহামেডান নাকি মাঠে প্রত্যাবর্তন করবে।

এ ব্যাপারে ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন বলেন, হকিতে শিরোপা জেতার জন্যই মোহামেডান দল গড়বে এর নিশ্চয়তা দিতে পারি। বলতে পারেন জাতীয় দলের অধিকাংশ  খেলোয়াড়কে সাদা-কালো ঘরে দেখা যাবে। তবে কারা আসবে এ মুহূর্তে বলা সম্ভব নয়। সারোয়ার বলেন, শুধু দেশি তারকা নয়, বিদেশ থেকেও আমরা মানসম্পন্ন খেলোয়াড় আনব। এর মধ্যে মালয়েশিয়ার সেরা খেলোয়াড় তাইজুদ্দিনের সঙ্গে আমাদের কথা হয়েছে। যদি তিনি মালয়েশিয়া জাতীয় দলের জন্য ব্যস্ত না থাকেন তাহলে মোহামেডানে খেলবেন কথা দিয়েছেন।

সর্বশেষ খবর