শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্র্যাডম্যানের পরই ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক

ব্র্যাডম্যানের পরই ওয়ার্নার

ডন ব্র্যাডম্যান এবং আর্থার মরিসের বহুদিনের পুরনো রেকর্ডটা ভেঙেই দিলেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা। টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট জুটিতে এত দিন ব্র্যাডম্যান-আর্থারই ছিলেন শীর্ষে। ১৯৪৮ সালে হেডিংলিতে ৩০১ রানের জুটি গড়েছিলেন এ দুজন। গতকাল পার্থে ওয়ার্নার-উসমান জুটি করল ৩০২ রান। ৬৭ বছর পুরনো রেকর্ডটা অবশেষে ভাঙলেন তারা এক রানের ব্যবধানে! গতকাল আরও একবার অসি ব্যাটিং লাইনের সামনে আগুনে-পরীক্ষা দিতে হলো নিউজিল্যান্ডের বোলারদের। সাউদি, বোল্ট, হেনরি, ব্রেসওয়েল, ক্রেইগ, উইলিয়ামসন, গাপটিল এমনকি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম পর্যন্ত বোলিং করেছেন। কিউইদের পরিকল্পনার দিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একদিনে অসি ব্যাটসম্যানরা পার্থ টেস্টে তুলে নিলেন ৪১৬ রান। ডেভিড ওয়ার্নার একাই অপরাজিত থেকে করলেন ২৪৪ রান। উলে­খ্য, ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ২৪৪ রান করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। গতকাল সেই রেকর্ডটি স্পর্শ করলেন আরেক অস্ট্রেলিয়ান ওয়ার্নার। নিউজিল্যান্ডের বোলাররা ডেভিড ওয়ার্নারের কাছে আত্নীয় হিসেবেই ধরা দিচ্ছেন। গত ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি (১৬৩ ও ১১৬) করেছিলেন ওয়ার্নার। এই ম্যাচেও প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি। একটা রেকর্ডও হাতছানি দিচ্ছে তাকে। এই মাঠে সর্বোচ্চ ৩৮০ রান করেছেন ম্যাথু হেইডেন। ওয়ার্নারকে অবশ্য এই রেকর্ড ভাঙতে ভাগ্যের সহায়তাও পেতে হবে। এখনো যে দীর্ঘ পথ বাকি। তবে এই রেকর্ড ছাড়াই ওয়ার্নার স্থান করে নিয়েছেন ভারতীয় সাবেক তারকা সুনীল গাভাস্কারের পাশে। দ্বিতীয় ওপেনার হিসেবে তিনি টানা তিন ইনিংসে সেঞ্চুরি করলেন। এর আগে এই কৃতিত্ব কেবল গাভাস্কারেরই ছিল। এই গৌরবের সঙ্গে ওয়ার্নার প্রবেশ করলেন চার হাজারি ক্লাবে। পার্থ টেস্ট জয়ের রসদ অস্ট্রেলিয়া পেয়ে গেল ম্যাচের প্রথম দিনেই! ওয়ার্নার ছাড়াও গতকাল আলো ছড়িয়েছেন উসমান খাজা। তিনি ১৮৬ বল খেলে ১২১ রানের এক ঝলমলে ইনিংস খেলেন। এর আগে ৪০ রান করে উইকেট ছাড়েন উদ্বোধনী ব্যাটসম্যান জো বার্নস। কিউই বোলারদের মধ্যে একটা করে উইকেট শিকার করেন হেনরি ও ব্রেসওয়েল। পার্থ টেস্ট প্রথম দিনেই একটা স্পষ্ট ভেদরেখা টেনে দিল। অবশ্য নিউজিল্যান্ড যদি এমনই দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে তবে ম্যাচটা ড্রয়ের দিকেও যেতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর