রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সারারাত ড্রেসিং রুমে বিশ্বচ্যাম্পিয়নরা

ক্রীড়া ডেস্ক

সারারাত ড্রেসিং রুমে বিশ্বচ্যাম্পিয়নরা

ফ্রান্স-জার্মানি প্রীতি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস স্টেডিয়ামের পাশে বিকট শব্দে বিস্ফোরিত বোমা। আতঙ্কে গ্যালারির দর্শকরা মাঠে নেমে পড়েন - এএফপি

এটা তোমাদের প্রেসিডেন্ট উলাদের ভুলের কারণে ঘটছে। তার সিরিয়ায় আক্রমণ করা উচিত হয়নি- বিবিসি একজন প্রত্যক্ষদর্শীর সূত্রে এমনটাই লিখেছে প্যারিস আক্রমণ সম্পর্কে। শুক্রবার রাতে ফ্রান্স-জার্মানি প্রীতিম্যাচ চলাকালীন সন্ত্রাসীরা প্যারিসের বেশ কয়েকটা স্থানে আত্নঘাতী আক্রমণ করে। এ আক্রমণে প্রায় ১২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্যারিস স্টেডিয়ামে এ আক্রমণে নিহত হয় ৩ জন। এ আক্রমণের পর আতঙ্কিত জার্মানি ফুটবল দলকে স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে আর বের হতে দেয়নি নিরাপত্তাকর্মীরা। এরফলে সারা রাত তাদেরকে নির্ঘুম কাটাতে হয় ড্রেসিংরুমেই। কেবল ফুটবলাররাই নয়, ফুটবলভক্তরাও আতঙ্কিত একটা রাত কাটিয়েছে। আক্রমণের পর পরই দর্শকরা প্রটোকল ভেঙে মাঠে প্রবেশ করে। আতঙ্কিত জনতাকে পুলিশও আর বাঁধা দেয়নি। অবশ্য এ আক্রমণের আগেই ফ্রান্স-জার্মানি ম্যাচ শেষ হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়নদের ২-০ গোলে পরাজিত করে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজকরা। গিরদ ও গিগন্যাক গোল করেন দলের পক্ষে।

সর্বশেষ খবর