রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাশিয়া নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

নিষিদ্ধ ওষুধ সেবনের ব্যাপারটি রুশ অ্যাথলেটদের ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এ ব্যাপারে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পান পুরোপুরি। এর পর থেকেই গুঞ্জনে ভাসছিল বিশ্ব অ্যাথলেটিক্স থেকে রাশিয়া নিষিদ্ধ হবে। সে গুঞ্জনই সত্যি হলো। শুক্রবার আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা (আইএএফ) রাশিয়াকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে ব্রাজিল অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল। আইএএফের কাউন্সিলররা এক ভোটের ব্যবস্থা করেন। তাতে রাশিয়াকে সাময়িক নিষিদ্ধ করার পক্ষে ভোটের ব্যবধান ছিল ২২-১। এ সিদ্ধান্ত কত দিনের জন্য বহাল থাকবে, তা পরিষ্কারভাবে উল্লেখ করেনি আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা। ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত থাকবে।

এ ব্যাপারে আইএএফের সভাপতি সেবাস্তিয়ান বলেছেন, ‘আমাদের রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের দায় মেটাতে হচ্ছে। এ জন্যই তাদের সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি বিচার করলে আপাতত এর চেয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না।’ তবে অ্যাথলেটিক্সের এমন কলঙ্কময় অধ্যায়ের দায়টি শুধু রাশিয়ার ওপরই চাপাচ্ছেন না তিনি। তার মতে, ‘এ দায় নিতে হবে সবাইকে। আমরা এ ব্যাপারে অনেক আলোচনা করেছি। যে উত্তরটি পেলাম তা হলো, কেবল রাশিয়া নয় সারা বিশ্বেই অ্যাথলেটিক্সে অবকাঠামো ভেঙে পড়েছে। লজ্জাদায়ক হলেও এটা আমাদের জন্য বড় শিক্ষা।

সর্বশেষ খবর