সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার সামনে বিমর্ষ মামুনুলরা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার সামনে বিমর্ষ মামুনুলরা

ফুটবলারদের দম ফেলার সময় নেই। বৃহস্পতিবার দুশানবেতে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঢাকায় ১-১ গোলে ড্র করলেও তাজিকিস্তানে মামুনুলরা দাঁড়াতেই পারেননি। ৫-০ গোলে হেরে গেছে। এমন ভরাডুবি দেখে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও নিজেকে ঠিক রাখতে পারেননি। বলেছেন, ছেলেরা এত খারাপ খলবে ভাবতেই পারিনি। কোচ বদলের প্রসঙ্গও উঠে এসেছিল। কিন্তু সামনে সাফ চ্যাম্পিয়ন বলে ফ্যাবিও লোপেজকেই রেখে দেওয়া হচ্ছে। সাফে যদি ভালো খেলে তাহলে লোপেজ টিকে গেলেন। তা না হলে বিদায় নিশ্চিত বলা যায়। শুধু কোচ নয়, দলেও ব্যাপক পরিবর্তন আসতে পারে। সাফ চ্যাম্পিয়নের আগে চীনে একটি টুর্নামেন্ট খেলার কথা বাংলাদেশের। এখানে মামুনুলের পারফরম্যান্স ও নেতৃত্ব ভালোভাবে যাচাই করা হবে। বাফুফেকে সন্তুষ্ট করতে না পারলে সাফ চ্যাম্পিয়নশিপেই নতুন অধিনায়কের দেখা মিলতে পারে।

ইস্টবেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি জিতে। এতে ফুটবলে কিছুটা হলেও প্রাণের সঞ্চার হয়। কিন্তু তাজিকদের কাছে ভরাডুবি ঘটাতে সবকিছু চুপসে গেছে। এ অবস্থায় ফুটবলারদের মনোবলও চাঙ্গা থাকার কথা নয়। মানসিক চাপে খেলোয়াড়রা বেশ ক্লান্ত। কিন্তু বিশ্রামের সময় নেই। আগামীকালই বিশ্বকাপ বাছাই পর্বে মামুনুলদের মাঠে নামতে হচ্ছে। বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া দল ঢাকায় আসছে। মঙ্গলবার ম্যাচ খেলে সেদিন রাতেই ফিরে যাবে সকারুরা।

সেপ্টেম্বরে পার্থে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হার অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু এই হারে কেউ সমালোচনা করেননি। কারণ বিশ্ব ফুটবলে টিম কাহিলদের এখন যে শক্তি তাতে বাংলাদেশ আরও বেশি গোলে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কথা হচ্ছে আগামীকাল নিজেদের মাঠে মামুনুলরা কোনো চমক দেখাতে পারবে কী?  সত্যি বলতে কি, অস্ট্রেলিয়াকে হারাবে এ কথা কেউ ভুলেও বলছেন না। কিন্তু ড্র কি সম্ভব? প্রতিপক্ষের শক্তির বিচার করলে এটাও অসম্ভব। তাছাড়া গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করতে ঢাকায় অস্ট্রেলিয়া মরিয়া হয়ে লড়বে। এখানে আবার গোল ব্যবধানেও ব্যাপার রয়েছে। কেননা চ্যাম্পিয়ন নাহলেও গ্রুপে বেস্ট রানার্সআপ হিসেবে বাছাইপর্বে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ থাকবে। অস্ট্রেলিয়া নিশ্চয় সেদিকটা লক্ষ্য রেখেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে। এটা ঠিক এক খেলায় ভরাডুবি ঘটলে পরের ম্যাচেও তার পুনরাবৃত্তি ঘটবে এমনটা নাও হতে পারে। জেদে ঘুরেও দাঁড়ান যায়। এখন নিজেদের মাঠে বিমর্ষ মামুনুলরা অস্ট্রেলিয়া বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

সর্বশেষ খবর