বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডাইনামাইটসকে সাঙ্গার শুভ কামনা

ক্রীড়া প্রতিবেদক

ডাইনামাইটসকে সাঙ্গার শুভ কামনা

ঢাকা ডাইনামাইটসের তিন তারকা ক্রিকেটার নাসির, ডেসকাট ও মুস্তাফিজ - বাংলাদেশ প্রতিদিন

বিপিএল মানেই ঢাকার জয়-জয়কার। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। তবে আগের দুই আসরে ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর এখন ঢাকা ডাইনামাইটস। ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন তাই বদলে গেছে দলের নামও। তবে শক্তিমত্তায় এবারও ঢাকার দলটি আগের মতোই। এবার ঢাকার হয়ে খেলবেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও রয়েছেন ডাইনামাইটসে। আর আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন নাসির হোসেন।

গতকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ডাইনামাইটসের। রাজধানীর গুলশানের এক হোটেলে দলটির থিম সঙ, লোগো ও জার্সি উম্মোচন করা হয়। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় শুভকামনা জানিয়েছেন কুমার সাঙ্গাকারা। লঙ্কান তারকা বলেন, ‘এবারের বিপিএলে আমি ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলব।’

ডাইনামাইটসে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডসের তারকা রায়ান টেন ডেসকাট। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। এছাড়া পাকিস্তানি তারকা বোলার নাসির জামশেদ, মোহাম্মদ ইরফান, সোহেল খান রয়েছেন। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার।

গতকাল লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ডাইনামাইটসকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, ঢাকা ডাইনামাইটস খুবই শক্তিশালী দল। আশা করি, তারা টুর্নামেন্টে অনেক ভালো করব। তাদের জন্য থাকছে শুভকামনা।’

ডাইনামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ‘তৃতীয়বারের মতো বিপিএল মাঠে গড়াচ্ছে, এটি একটি বড় অর্জন। এবারের আসরে বিপিএলের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’ প্রধান নির্বাহী ওবায়েদ আর নিজাম বলেন, ‘খেলায় আমরা জিতি বা হারি সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের দল প্রতিটি ম্যাচে পূর্ণ উদ্দীপনা নিয়ে খেলবে এবং ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি দলের খেলোয়াড়রা সাধ্যমতো চেষ্টা করবেন, যাতে খেলা উপভোগ্য হয়ে ওঠে।’

সর্বশেষ খবর