বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আসছেন দিলশান-মেন্ডিসরা

বিপিএলের উদ্বোধন কাল

ক্রীড়া প্রতিবেদক

আসছেন দিলশান-মেন্ডিসরা

ইংল্যান্ডের বিপক্ষে এখনো চার ম্যাচ সিরিজের একটি ওয়ানডে বাকি পাকিস্তানের। তাই বিপিএলের প্রথম ম্যাচে হয়তো অংশ নিতে পারবেন না আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজরা। তবে আজকালের মধ্যেই আসবেন ‘বুম বুম’ শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ আমেররা। সবাই আসবেন বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে।  আগামীকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের তৃতীয় আসরের পর্দা উঠছে। তবে খেলা মাঠে গড়াবে রবিবার থেকে। আসরে অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। শুরুর ৪৮ ঘণ্টা আগে বিপিএলের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অনুমতি দিয়েছে সে দেশের ৭ ক্রিকেটারকে। দিন কয়েক আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ১৬ ক্রিকেটারকে বিপিএলে অংশ নেওয়ার বিষয়ে অনাপত্তি জানিয়েছিল।

‘প্লেয়ার বাই চয়েজ’ প্রক্রিয়া ছাড়াও তালিকার বাইরে থেকে মিলিয়ে ৪৪ বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে ছয় ফ্র্যাঞ্চাইজি। তালিকার বাইরের চুক্তিভুক্ত ক্রিকেটাররা হচ্ছেন-কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, রবি বোপারা, শহীদ আফ্রিদি, তিলকরত্মে দিলশানদের মতো তারকা ক্রিকেটার। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার রায়ান ডেসক্যাট, ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স। আগামীকাল আসছেন সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, নুয়ান কুলাসেকেরা। টুর্নামেন্ট শুরুর আগে আসছেন গেইল, আফ্রিদি, ড্যারেন স্যামিরা। বিদেশি কোচদের মধ্যে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন ঢাকা ডায়নামাইটসের কোচ মিকি আর্থার ও রংপুর রাইডার্সের শেন জার্গেনসন।   

বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করার পর বিপদে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানায়, বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত ১৬ ক্রিকেটারকে অংশগ্রহণের অনাপত্তি পত্র দিতে রাজি নয়। এতে দলগুলোর সঙ্গে বিপাকে পড়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আশাবাদী ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়ে, ‘আমরা আশাবাদী শ্রীলঙ্কান ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়ে। তাদের অংশ না নেওয়ার কোনো কারণ নেই।’ শেষ পর্যন্ত তার আশা বাস্তবের মুখ দেখল। খেলতে আসছেন শ্রীলঙ্কান ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাত ক্রিকেটারকে যে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড, তারা  হচ্ছেন- তিলকরত্মে দিলশান, চামারা কাপুগেদারা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, অজন্থা মেন্ডিস ও সেকুগে প্রসন্ন। দিলশানকে নিয়ে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যে টানা-হেঁচড়া চলছিল। শেষ পর্যন্ত চট্টগ্রামে খেলছেন দিলশান। ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার পেছনের কারণ, আগামী বছর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সে দেশে শহরভিত্তিক টি-২০ টুর্নামেন্টের আয়োজন করবে। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের চাইবে। এশিয়া কাপের প্রস্তুতিতে সুবিধা হবে ভাবনায় খেলার অনুমিত চেয়েছেন ক্রিকেটাররা। আসরে চ্যাম্পিয়ন হতে ছয় ফ্র্যাঞ্চাইজি শুরু করে দিয়েছে অনুশীলন। বিদেশি ক্রিকেটাররা আজকালের মধ্যে যোগ দিলে সেই অনুশীলনে গতি পাবে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ খবর