বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুশফিকের ইচ্ছাপূরণ

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ইচ্ছাপূরণ

বিপিএলে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সিলেট সুপার স্টারসের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম -বাংলাদেশ প্রতিদিন

বিপিএলে এবার ফ্র্যাঞ্চাইজি দলগুলো ক্রিকেটার কিনেছে লটারির মাধ্যমে ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে। তাই ক্রিকেটাররা তাদের পছন্দের দলে খেলতে পারছেন না এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, তার ইচ্ছা পূরণ হয়েছে। সিলেট সুপার স্টারসের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি। সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিকও মুশফিককে চেয়েছিলেন বলে জানিয়েছেন। এ সম্পর্কে গতকাল মিডিয়াকে মুশফিক বলেন, ‘এটা গর্ববোধ করার মতো বিষয়। আমারও ইচ্ছা ছিল সিলেটের হয়ে খেলার। সে ইচ্ছে পূরণ হয়েছে। এখন দেখা যাক, যেন মালিকের আস্থার প্রতিদান দিতে পারি পারফর্ম করে।’

আগের আসরেও মুশফিক সিলেটের হয়ে খেলেছেন। দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জয় করা হয়নি। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মুশি। তিনি বলেন, ‘আমরা একটা দল হিসেবে খেলতে চাই। সবার লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। তবে এজন্য অনেক ভালো খেলতে হবে। আমাদের প্রথম টার্গেট থাকবে শীর্ষ দুইয়ে ওঠা।’

নিজের দল নিয়ে সন্তুষ্ট মুশফিক। তিনি বলেন, ‘এবারের আসরে ছয়টা দলই খুব ভালো। ঘরোয়া লিগে যারা পারফর্ম করেছে তারাই দলে রয়েছে। আশা করছি সবাই ভালো করবে। আমাদের কোনো দুর্বলতা নেই এখন পর্যন্ত। দলে ভারসাম্য আছে। পেসার, স্পিনার, হার্ড হিটার ব্যাটসম্যান- সবই আছে। এখন আমরা যেন একাদশ সেভাবেই সেট করতে পারি।’

জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন খেলবেন মুশফিকের দলে। কিন্তু এখনো ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হননি তিনি। রুবেল সম্পর্কে মুশফিকের ভাষ্য, ‘রুবেল অনেক ভালো ক্রিকেটার। তাকে মিস করাটা অনেক বড় ক্ষতি হবে। এখনো কিছু বলা যাচ্ছে না। সে কঠোর পরিশ্রম করছে। এখন দেখা যাক। তারপরেও যদি খেলতে নাই পারে, সেক্ষেত্রে তার জায়গায় ভালো করার মতো বোলার আছে।’

বিপিএলের আগের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। এবারও তার লক্ষ্য অনেক বেশি রান করা। মুশফিক বলেন, ‘সবারই ব্যক্তিগত টার্গেট থাকে। আমারও আছে। সবাই চায় সর্বোচ্চ স্কোর করতে। আমারও ইচ্ছা আছে আমি যাতে সিলেট সুপার স্টারসের হয়ে সর্বোচ্চ রান করতে পারি।’

বিপিএলেই পরেই শুরু হচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ। তারপর টি-২০ বিশ্বকাপ। তার আগে বিপিএল খেললে দুই আসরের প্রস্তুতিটা হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর