বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আর্জেন্টিনা ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা ব্রাজিলের জয়

গোলদাতা অগাস্তকে অভিনন্দন জানাতে ছুটে এলেন নেইমার উইলিয়ানরা -এএফপি

অবশেষে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে জয় দেখেছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। গতকাল ভোরে আলবেসিলেস্তরা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন বিগলিয়া। অবশ্য এ জয়ের পরও ল্যাটিন অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষ পাঁচে প্রবেশাধিকার পায়নি আর্জেন্টাইনরা। তবে মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বে জয়যাত্রা করেছে আলবেসিলেস্তরা। এটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কোচ জেরার্ডো মার্টিনোর কাছে। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ের দিনে জয় পেয়েছে ব্রাজিলও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। ডগলাস কস্তা, রেনাতো অগাস্তু এবং ফিলিপ লুইজ সিলেকাওদের এ দারুণ জয় উপহার দেন। তাদের প্রত্যেকেই একটি করে গোল করেন। এ জয়ে ব্রাজিলিয়ানরা ৪ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে এখনো শীর্ষে অবস্থান করছে ইকুয়েডরই। চার ম্যাচ খেলে তারা পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। মঙ্গলবার ইকুয়েডর ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে উড়িয়েই দিয়েছে উরুগুইয়ানরা! দলের পক্ষে গোল করেছেন দিয়েগো গডিন, আন্দ্রে পেরেইরা এবং ক্যাসেরাস। চিলি অবশ্য হেরেও পঞ্চমে অবস্থান করছে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সেরা পাঁচে আছে প্যারাগুয়েও। তারা মঙ্গলবার বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে। চার ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে কনকা কাফ অঞ্চলে জয় পেয়েছে মেক্সিকো ও গুয়াতেমালা। হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। সেন্ট ভিনসেন্টের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে গুয়াতেমালা। তবে ত্রিনিদাদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ফেবারিট যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর