বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্ল্যাটার প্লাতিনির আবেদন বাতিল

ক্রীড়া ডেস্ক

প্রাথমিকভাবে সেপ ব্ল্যাটারকে নব্বই দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফার এথিকস কমিটি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল মিশেল প্লাতিনির বিরুদ্ধেও। তবে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন ব্ল্যাটার ও প্লাতিনি। গতকাল সেই আপিল আবেদন বাতিল করে দিয়েছে ফিফার এথিকস কমিটি। এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ফিফার আপিল কমিটির চেয়ারম্যান ল্যারি মুসেনডেন আজ (গতকাল) যোসেফ এস ব্ল্যাটার এবং মিশেল প্লাতিনির আপিল আবেদন বাতিল করে দিয়েছেন। স্বাধীন এথিকস কমিটি ফিফার কোড অব এথিকসের আর্টিকেল নম্বর ৮৪’র আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর ফলে মিশেল প্লাতিনি আগামী ফেব্রুয়ারির ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না।

সর্বশেষ খবর