শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার না আসা লজ্জার

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার না আসা লজ্জার

নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও দুই দিন আগে অস্ট্রেলিয়া ফুটবল দল এসেছিল। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না হওয়ায় বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ শেন জার্গেনসন।

বাংলাদেশের কোচ হিসেবে মোটেও সফল ছিলেন না শেন জার্গেনসন। ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি নিজেই চাকরিতে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন। তবে সম্প্রতি আবার এসেছেন, বিপিএলে রংপুর রাইডার্সের কোচ হয়ে। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বাংলাদেশ তার কাছে নিরাপদই মনে হচ্ছে। জার্গেনসন বলেন, ‘এখানে সব ঠিক আছে। আমি গতকাল (পরশু) হাঁটতেও বের হয়েছিলাম।’ অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় সিরিজটি হবে। দুই দিন ধরে এখানে এসে দুশ্চিন্তার মতো কিছু  দেখিনি। এখানে অস্ট্রেলিয়ার সিরিজ এবং আরও সিরিজ হয়নি; এটা লজ্জার ব্যাপার। তবে আমি নিশ্চিত এটা ঠিকই হবে।’

নিজে না পারলেও বাংলাদেশ দলের বর্তমান সাফল্য দেখে ভীষণ খুশি জার্গেনসন। তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকালে আমার অনেক অভিজ্ঞতা অর্জনের বিষয়টি চোখে পড়ে। ওয়ানডেতে বেশ কিছু সাফল্য পেয়েছিলাম। সাম্প্রতিক বাংলাদেশকে ভালো করতে দেখাটাও আনন্দের ব্যাপার। প্রতিটি খেলোয়াড় কয়েক ধাপ এগিয়ে গেছে। প্রায় সবাই ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে। সবাই খুব কঠোর পরিশ্রম করেছে।’

বিপিএলে রংপুরের কোচ হিসেবে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, ‘ফাইনালে ওঠা আমাদের লক্ষ্য। আমি জিততেই এখানে এসেছি। আমার মতে এই দলটা বেশ ভারসাম্যপূর্ণ। কাগজে-কলমে আমাদের যে সম্ভাবনা, তা বাস্তবায়ন করতে হবে এবং সব পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করতে হবে।’

বিপিএলে এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পেয়ে ভীষণ খুশি জার্গেনসন। তিনি বলেন, ‘সাকিব এই দলের অবিচ্ছেদ্য অংশ। টি-২০ ফরম্যাটে সে-ই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। বিপিএলের গত আসরে সে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) হয়েছিল। তাকে দলে পাওয়াটা বিরাট ব্যাপার। সব মিলিয়ে আমাদের দলটা বেশ গোছালো।’ রংপুর রাইডার্সের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘সবাই খেলার জন্য প্রস্তুত। এখানে যারা অনুশীলন করছে সবার জন্য দারুণ সুযোগ আছে নিজেদের মেলে ধরার। স্কোয়াডের সবাই মূল একাদশে জায়গা পাওয়ার চেষ্টা করছে। এখন আমাদের কাজ হলো সম্ভাব্য সেরা প্রস্তুতিটা নিয়ে নেওয়া।’

সর্বশেষ খবর