শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশকে হারিয়ে সেমিতে জাপান

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশকে হারিয়ে সেমিতে জাপান

ক্রীড়ামোদীদের দৃষ্টি ছিল কাল মালয়েশিয়ার দিকেই। হকিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কোয়ার্টার ফাইনালে জাপানকে হারাতে পারলেই প্রথমবারের মতো যুব এশিয়া কাপে সেমিতে ওঠার কৃতিত্ব পেত। শুধু তাই নয়, সে সঙ্গে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ মিলত বাংলাদেশের। কিন্তু সে আশায় গুড়েবালি। জাপানের কাছে ৩-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে অসীম গোপদের। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর আশা ছিল জাপানের বিপক্ষে বিজয়ের নিশানা উড়াবে। কিন্তু একদিনের ব্যবধানে পারফরম্যান্সে আকাশ-পাতাল পার্থক্য খুঁজে পাওয়া গেল। ১৫ মিনিট পর্যন্ত সমান তালে খেললেও পরে দিশে হারিয়ে ফেলে বাংলাদেশ। ২১ মিনিটে অধিনায়ক হিরোশিমা গোল করে জাপানকে এগিয়ে রাখেন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণ চালায়। কিন্তু পরিকল্পনার অভাবে জালে বল জড়ায়নি। জাপান যে খুব ভালো খেলেছিল তাও না। দ্বিতীয়ার্ধে তারাও এলোমেলো ছিল। হকিতে কখন গোল হয় বলা মুশকিল। গোল শোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কাজে লাগানো যায়নি। বরং শেষ পাঁচ মিনিটে জাপান নতুনভাবে জ্বলে ওঠে। ৬৮ মিনিটে নিজেদের বিপজ্জনক এলাকায় ফাউল করলে জাপান পেনাল্টি স্ট্রোক লাভ করে। সহজে গোল করে সুতা জাপানকে ২-০ গোলে এগিয়ে রাখেন। সেন্টার হওয়ার পরই সুতা আরেকটি গোল করলে জাপানের জয় নিশ্চিত হয়ে যায়।

সর্বশেষ খবর