শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জাহানারাদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছেন জাহানারারা। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ের মেয়েদের। গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জাহানারা আলম। তার বিধ্বংসী বোলিংয়েই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন মুখ থুবড়ে পড়ে। তিনি মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। উদ্বোধনী ব্যাটার মুপাচিকবা ও মুগেরিকে দলীয় ৮ রানের মধ্যেই ফিরিয়ে দেন জাহানারা। পান্না ঘোষ ও রুমানা আহমেদ একটি করে উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন মেয়ারস। এ ছাড়া মারাঙ্গে ১৬ রান করে অপরাজিত থাকেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জবাব দিতে নেমে আয়েশা-শায়লারা ৪৯ বল হাতে রেখেই জয় তুলে নেন। আয়েশা রহমান মাত্র ৩১ বলে ২ ছক্কা ও এক চারে ২৮ রান করেন। শায়লা ২৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়াও রুমানা আহমেদ ১২ ও শারমিন আকতার ৫ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মারাঙ্গে ও চাতুনজাবা। ম্যাচসেরার পুরস্কার পান তিন উইকেট শিকারি বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের মেয়েদের জন্য বিশ্বকাপ বাছাইয়ে ভালো করার প্রেরণাই  জোগাবে। নভেম্বরেই ব্যাংককে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর