শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এল ক্ল্যাসিকোতে কড়া নিরাপত্তা

ক্রীড়া ডেস্ক

ইউরোপজুড়েই সন্ত্রাসী হামলার ভয় ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্ত নয় স্পেনও। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবল সন্ত্রাসী হামলার ভয়ে অনেকটাই গুটিয়ে গেছে। দিন কয়েক আগেই যেমন জার্মানি-নেদারল্যান্ডস এবং বেলজিয়াম-স্পেন ম্যাচ বাতিল করা হয়েছে হামলার ভয়ে। মূলত প্যারিস হামলার পর থেকেই ইউরোপজুড়ে সতর্কতা অনেক বেড়ে গেছে। এ অবস্থায় শনিবারের এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ বাতিল করার ইচ্ছা নেই তাদের। প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনা মাথায় রেখে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ম্যাচের দিন মাঠে দ্বিগুণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্পেনের নিরাপত্তা বিষয়ক স্বরাষ্ট্র উপমন্ত্রী ফ্রান্সিসকো মার্টিনেস। ক্রীড়া ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গত বুধবার বিশেষ এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্সা-রিয়ালের এল ক্ল্যাসিকো দ্বৈরথে প্রায় ৮০ হাজার দর্শক থাকতে পারে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে প্রসিদ্ধ এল ক্ল্যাসিকো সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত টিভি পর্দায় দেখার অপেক্ষায় আছেন। এল ক্ল্যাসিকোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে মার্টিনেস বলেন, ‘প্রায় ১ হাজার পুলিশ থাকবে, যা স্বাভাবিক সময়ে এ ধরনের ম্যাচের জন্য থাকা পুলিশের দ্বিগুণ। এ ছাড়াও  ১ হাজার ৪০০ বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকবে। এর সঙ্গে থাকবে নগর পুলিশ।’

সর্বশেষ খবর