শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবারও আপিল করবেন ব্ল্যাটার

ক্রীড়া ডেস্ক

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আর সেপ ব্ল্যাটার অনেকটা সমার্থক হয়ে পড়েছিল। ব্ল্যাটার মানেই ফিফা বুঝত অনেকে। কিন্তু এই ধারণায় এখন অনেক পরিবর্তন হয়েছে। ফিফা সভাপতির পদ থেকে ব্ল্যাটারকে কেবল বরখাস্তই করা হয়নি, তাকে ফুটবলে নিষিদ্ধও করা হয়। ব্ল্যাটারকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে, এটা এক বছর আগেও কেউ কল্পনা করেনি। এমনকি নব্বই দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্ল্যাটার যে আপিল করেছিলেন নিজেরই হাতে গড়া সংস্থার কাছে তাও অতি বিবেচনার সঙ্গে বাতিল করা হয়। ব্ল্যাটার এতে সাংঘাতিক রকমের দুঃখ পেয়েছেন। এক সময় যারা তার ইশারায় চলতে অভ্যস্ত ছিলেন, তারাই এখন ব্ল্যাটারের মাথায় ছড়ি ঘোরাচ্ছেন! তবে হতাশ নন ব্ল্যাটার। তিনি আবারও আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে। তার মার্কিন আইনজীবী রিচার্ড কুলেন বলেছেন, ‘প্রেসিডেন্ট ব্ল্যাটার খুবই দুঃখ পেয়েছেন ফিফার সিদ্ধান্তে।’ তিনি আরও জানিয়েছেন, ব্ল্যাটারের সময় ফিফার আপিল কমিটি আরও বেশি নিরপেক্ষতার সঙ্গে সবকিছু বিবেচনা করতে পারত। রিচার্ড বলেন, ‘প্রেসিডেন্ট ব্ল্যাটার তার আপিল অব্যাহত রাখবেন। তিনি তার বিরুদ্ধে আনীত সব তথ্য-প্রমাণ পর্যবেক্ষণ করতে চান।’

সর্বশেষ খবর