শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের

দৃষ্টিনন্দন উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের ছয় ক্রিকেটার। টাইগার অধিনায়ক মাশরাফি বলছেন, পাশে দাঁড়িয়ে শুনছেন মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির, তামিম ও সৌম্য -রোহেত রাজীব

শুক্রবার ছুটির দিন। তার পরও দুপুর থেকেই মিরপুর ১০ নম্বর থেকে ২ নম্বর পর্যন্ত লোকে লোকারণ্য। সবার পথ মিশেছে এক জায়গায়। গন্তব্য সবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। টিকিট হাতে সবাই ছুটছেন বিপিএলের তৃতীয় আসরের চোখ-ধাঁধানো, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। সবাই চাইছেন স্টেডিয়ামে উপস্থিত থেকে বলিউড ‘হার্টথ্রব’ ঋত্বিক রোশনের মঞ্চমাতানো দেখতে। হতাশ হননি কেউ। উৎসবমুখর পরিবেশে ঋত্বিক, জ্যাকুলিন ফার্নান্দেজ, কেকে, মমতাজ, আইয়ুব বাচ্চু মঞ্চ মাতিয়েছেন, মুগ্ধতা ছড়িয়েছেন। এসব তারকার সঙ্গে তাল মিলিয়ে নেচে, গেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন দর্শকরা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিক যাত্রা করল বিপিএলের তৃতীয় আসর। ঋত্বিক, জ্যাকুলিন থাকার পরও মঞ্চ আলো করেছেন বাংলাদেশের ছয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন ও সৌম্য সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকায় উপস্থিত ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখ-ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের পর্দা উঠলেও ক্রিকেটাররা সবাই প্রস্তুত মাঠের লড়াইয়ে নামতে। কাল মঞ্চে উঠে সে লড়াইয়ের কথাই বললেন মাশরাফি-মুশফিকরা।

দ্বিতীয় আসরের পর দুই বছর বিরতি ছিল বিপিএলের। পারিশ্রমিক পরিশোধে অনীহা, ম্যাচ ফিক্সিং, নিষেধাজ্ঞা মিলিয়ে বন্ধ ছিল বিপিএল। বিসিবি নিজ তত্বধানে এবার আয়োজন করছে দেশের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের। ছয় ফ্র্যাঞ্চাইজি এবার অংশ নেবে আসরে। দলগুলো ‘প্লেয়ার বাই চয়েজ’ প্রক্রিয়ায় ক্রিকেটারদের দলভুক্ত করে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কাল। ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামীকাল। এবারের আসর আয়োজনের উদ্দেশ্য একটাই- ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ভালো করা। আসরটি দিয়েই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি।

ছয় ক্রিকেটার মঞ্চে ওঠেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্বোধন ঘোষণার পর। টেস্ট অধিনায়ক মুশফিক মঞ্চে উপস্থিত হন সিলেট সুপার স্টারসের জার্সি গায়ে চড়িয়ে। বাকিরা সবাই আসেন ফরমাল ড্রেসে। জিন্স-কালো শার্ট পরা মাশরাফি বলেন, ‘আমার বিশ্বাস বিপিএল এবার অনেক বেশি উত্তাপ ছড়াবে। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা এখন ব্যস্ত থাকব টি-২০ ক্রিকেট নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘আইকন’ ক্রিকেটার মাশরাফি। ‘আইকন’ মুশফিক সিলেটের পক্ষে খেলাকে অনেক বড় ভাবছেন, ‘আমি সিলেটের পক্ষে খেলতে পেরে গর্ববোধ করছি। আমি চাই সিলেট চ্যাম্পিয়ন হোক।’ চিটাগাং ভাইকিংসের ‘আইকন’ তামিম বলেন, ‘আমরা ভালো খেলতে চাই। আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ বরিশাল বুলসের ‘আইকন’ মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘জাতীয় দলে আমরা সবাই একসঙ্গে খেলি। কিন্তু এবার খেলব প্রতিপক্ষ হয়ে। কেউ কাউকে ছাড় দেব না।’ ঢাকার ‘আইকন’ নাসির বলেন, ‘আমি রংপুরের হলেও এবার খেলছি ঢাকার হয়ে। আমি চাই ঢাকা এবার চ্যাম্পিয়ন হোক।’ সাকিব না থাকায় রংপুরের পক্ষে মঞ্চে ওঠেন সৌম্য। বাঁ হাতি ড্যাসিং ওপেনারের মতে আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ‘আমরা সবাই মুখিয়ে আছি টুর্নামেন্টটির জন্য।’

কাল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকতা সারল বিপিএল। এবার অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের। সে লড়াই দেখতে উম্নুখ হয়ে আছেন ক্রিকেটপ্রেমী বাঙালি।

সর্বশেষ খবর