শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্থানীয়দের দিকে তাকিয়ে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

স্থানীয়দের দিকে তাকিয়ে তামিম ইকবাল

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। খেলা মাঠে গড়াবে আগামীকাল। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে ফিরেছেন চিটাগং কিংসের অধিনায়ক ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল। গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। দল নিয়ে ভীষণ খুশি তামিম। এই দল নিয়েই শিরোপার স্বপ্ন দেখছেন।

কিন্তু টি-২০ ক্রিকেটে তো আগে থেকে কিছু বলার উপায় নেই। তবে আশাবাদী তামিম। তিনি বলেন, ‘আমাদের দলটা অনেক ভালো হয়েছে। আজ থেকে সবাই অনুশীলন শুরু করেছি। কীভাবে ভালো করা যায়, সে চিন্তা আছে মাথায়। এখন পর্যন্ত সব কিছু ঠিকই আছে। বিপিএলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্থানীয় ক্রিকেটারদের ওপর। বিদেশিরা হয়তো সহায়তা করবে, তবে আমরা কেমন সাফল্য পাব তা নির্ভর করবে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর।’ আন্তর্জাতিক ক্রিকেট মানেই বাড়তি চাপ। দেশের হয়ে ভালো করার চাপটা অনেক বেশি। তবে বিপিএলের মতো সেলিব্রেটি টুর্নামেন্টগুলোতেও চাপ কম নয়। কেননা ফ্র্যাঞ্চাইজি মালিকরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ক্রিকেটারদের কিনেছেন সাফল্যের জন্য। এখানে দর্শক প্রত্যাশার বেশি চাপ থাকে মালিক পক্ষ থেকে। যদিও লোগো উম্মোচনের দিন চিটাগং কিংসের মালিক জানিয়েছেন, দল চ্যাম্পিয়ন হোক না হোক তারা চান ক্রিকেটাররা শতভাগ উজাড় করে খেলুক। তামিম ইকবালও তাই মনে করেন। তারপরেও চাপকে তো আর ক্রিকেট থেকে সরিয়ে রাখার উপায় নেই। জাতীয় দলের ড্যাসিং ওপেনার বলেন, ‘চাপ সবসময়ই থাকে। বাংলাদেশ দলে যখন খেলি তখনো চাপ থাকে, বিপিএলেও চাপ থাকে।’ সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ। কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে, এক বলেই ম্যাচের ভাগ্য বদলে যায়। তা ছাড়া বিপিএলের মতো সেলিব্রেটি টি-২০ টুর্নামেন্টগুলোতে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। কেননা দুই দলেই থাকে তারকার ছড়াছড়ি। এবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন শ্রীলঙ্কান তারকা তিলকারতেœ দিলশান। পাকিস্তানের গতি তারকা মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের দায়ে দীর্ঘ সময় নিষিদ্ধ থাকার পর আবার ফিরেছেন এই পাক পেসার। এ ছাড়া পাকিস্তানি তারকা সহোদর ওমর আকমল ও কামরান আকমলও রয়েছেন দলে। আর স্থানীয় তারকাদের মধ্যে পেসার তাসকিন আহমেদ, শফিউল ইসলাম সুহাস ও ব্যাটসম্যান এনামুল হক বিজয় রয়েছেন।

সর্বশেষ খবর