শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিয়ালের অতিথি বার্সা

ক্রীড়া ডেস্ক

রিয়ালের অতিথি বার্সা

এল ক্ল্যাসিকোর জন্য রোনালদোর প্রস্তুতি -এএফপি

লিওনেল মেসি দলে ফিরছেন, ফিরছেন না। দুটো সম্ভাবনা নিয়েই রিয়াল মাদ্রিদকে লড়াইয়ের পরিকল্পনা সাজাতে হচ্ছে। বার্সেলোনাও চুপ মেরে আছে। মেসি অনুশীলনে ফেরায় প্রতিপক্ষ ভাবছে, সম্ভবত তিনি দলে থাকবেন। তবে মেসির ইনজুরির বর্তমান অবস্থা জানা যাচ্ছে না। মেসি দলে থাকলে রিয়াল মাদ্রিদকে ছক বদলাতে হতে পারে। অবশ্য বার্সেলোনা মনে করছে, মেসি দলে থাকুক বা না থাকুক তাতে পরিকল্পনায় তেমন বড় কোনো পরিবর্তন আসবে না। দীর্ঘ ইনজুরি থেকে লিওনেল মেসির সম্ভাব্য ফিরে আসাটাই আজকের প্রধান খবর হতে পারত। তবে তা আড়ালে পড়ে গেছে ইউরোপজুড়ে নিরাপত্তার তোড়জোড়ে। প্যারিস হামলার পর এল ক্ল্যাসিকোর নিরাপত্তা স্বাভাবিক সময়ের চেয়ে দিগুণ করেছে স্পেন। কেবল স্পেনের জন্য তো নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই এল ক্ল্যাসিকোর গুরুত্ব অপরিসীম। নিরাপত্তার এই সংশয় নিয়েই আজ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলের পরাজয় স্বীকার করেছে সেভিয়ার কাছে। অন্যদিকে বার্সেলোনা ৩-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দখল করেছে লা লিগার শীর্ষস্থান। এই অবস্থায় এল ক্ল্যাসিকো জয়ই কেবল রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিতে পারে লা লিগার শীর্ষস্থান। তবে মেসিহীন বার্সেলোনার পতাকাবাহী ব্রাজিলিয়ান তরুণ তারকা নেইমার আছেন দুর্দান্ত ফর্মে। এ অবস্থায় মেসি দলে ফিরলে রিয়াল মাদ্রিদের জন্য এল ক্ল্যাসিকো জয় কঠিনই হয়ে যাবে। অবশ্য এল ক্ল্যাসিকোর জয়-পরাজয়ের চেয়েও ভক্তদের কাছে বড় হয়ে উঠেছে নিরাপত্তার বিষয়। বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা তো বিরক্ত হয়ে বলেই দিয়েছেন, ‘এটা সত্যিই লজ্জাকর যে মানুষ ফুটবল নয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় মেতে আছে। তবে আমরা চেষ্টা করব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।’ ইনিয়েস্তাও বিশ্বাস করেন মেসিকে প্রথম একাদশে পেলে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকবে। এদিকে রিয়াল মাদ্রিদের জন্যও সুখবর। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা দলে ফিরেছেন। সুতরাং বলা যায়, এল ক্ল্যাসিকো হতে যাচ্ছে দুটো দলের পূর্ণাঙ্গ শক্তির প্রদর্শনী!

রোনালদো-বেলে-বেনজেমা রিয়াল মাদ্রিদকে এল ক্ল্যাসিকোর জয় উপহার দিতে উন্মুখ হয়ে আছেন। বেলে বড় ম্যাচগুলোতে ভালো ফুটবল উপহার দিতে পারেন না, এমন একটা অভিযোগ আছে। তবে এবার এল ক্ল্যাসিকোতে নিজেকে বদলাতে চান এ ওয়েলসিয়ান তারকা। এল ক্ল্যাসিকোর লড়াইয়ে গত পাঁচ ম্যাচের তিনটাতেই জিতেছে বার্সেলোনা। সর্বশেষ এল ক্ল্যাসিকোও জিতেছে তারা। দেখা যাক, আজ সান্তিয়াগো বার্নাব্যুর লড়াইয়ে বিজয়ী হয় কারা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর