শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চীনে প্রথম ম্যাচ হার মামুনুলদের

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে কোনো বিশ্রাম পাননি মামুনুলরা। হারের বিধ্বস্ত মানসিকতা নিয়ে চীনের মাংশি শহরে আশিয়ান আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পরের দিন সকালে ঢাকা ছাড়েন। ক্লান্ত ফুটবলাররা চীনে পৌঁছে বিশ্রাম পাননি। ম্যাচ ও টানা ভ্রমণের ক্লান্তি নিয়ে কাল মুখোমুখি হয় মিয়ানমারের হান্টারওয়াদি ইউনাইটেড ক্লাবের বিপক্ষে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েও জয় পায়নি বাফুফে একাদশ। মিয়ানমারের ক্লাবটির কাছে ২-৩ গোলে হেরে যাত্রা শুরু করে চীনে। আগামীকাল শনিবার চীনের লিঝিয়াং ক্লাবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন মামুনুলরা।

কাল ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই এগিয়ে থাকা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ফলে হেরে মাঠ ছাড়তে হয়েছে মামুনুলদের। খেলার ৩৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রায়হান হাসানের লম্বা থ্রো-ইনে ফ্লিক করে দলকে এগিয়ে নেন তরুণ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন (১-০)। বিরতির আগের মিনিটে গোলরক্ষক সোহেল মিয়ার ভুলে সমতা আনে মিয়ানমারের ক্লাবটি। সোহেল ব্যাক পাস ধরতে ভুল করলে সমতা আনেন অং মে টিয়া (১-১)। সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক মামুনুল ফের এগিয়ে দেন দলকে (২-১)। ৭১ মিনিটে মিয়ানমারের ক্লাবটির পক্ষে সমতাসূচক গোলটি করেন অং অং দো (২-২)। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে, ৮০ মিনিটে হান্টারওয়াদি ইউনাইটেড ক্লাবের পক্ষে জয়সূচক গোলটি করেন থিহা অং (৩-২)। এরপর চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

সর্বশেষ খবর