শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কেন্দ্র করে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। স্টেডিয়ামের নিয়মিত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বাড়তি কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। গতকাল সকাল থেকেই স্টেডিয়ামের চারপাশে অবস্থান নেন পুলিশ সদস্য। র‌্যাবের টহলও ছিল। এ ছাড়া ছিলেন সাদা পোশাকেও নিরাপত্তাকর্মী। স্টেডিয়ামের ভিতর দর্শকের চেয়ে যেন নিরাপত্তাকর্মীর সংখ্যাই ছিল বেশি। মিডিয়াকর্মীদেরও স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। সাংবাদিকদের ব্যাগ চেক করার পাশাপাশি নিরাপত্তাকর্মীরা তাদের পুরো জীবনবৃত্তান্ত নিয়েছেন। কাউকে কাউকে ৫-১০ মিনিট জিজ্ঞাসাবাদের পর ঢোকার অনুমতি দেওয়া হয়। অথচ পুলিশের অনেক সদস্যকে দেখা গেছে বিনা টিকিটে সজনদের ঢোকাতে। মাঠে উপস্থিত দর্শকদের অকেরই ছিল না টিকিট। তবে নিরাপত্তার বাড়াবাড়ি থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান দর্শকের মন জয় করে নিয়েছে। বলিউড সুপার স্টার ঋত্বিক রোশন ও শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাচে মুগ্ধ দর্শকরাও।

সর্বশেষ খবর