শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের স্থান নির্ধারণী ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

যুব বিশ্বকাপ খেলার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশ হকি দলের সামনে। কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে নষ্ট হয় সেই সুযোগ। মালয়েশিয়ার কুয়ান্টানে জুনিয়র এশিয়া কাপের চার ফাইনালিস্ট ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান খেলবে যুব বিশ্বকাপ। আগামী বছর ভারতে বসবে যুব বিশ্বকাপের আসর। সেমিতে উঠতে না পারায় বাংলাদেশ যুবদলকে এখন খেলতে হচ্ছে স্থান নির্ধারণী ম্যাচ। আজ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্বে ওমানকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৫-৬ স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ হতে আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে চীন ও মালয়েশিয়া। দুই দলের জয়ী দল খেলবে ৫-৬ স্থান নির্ধারণী ম্যাচ। পরাজিত দুই দল খেলবে ৭-৮ নম্বর স্থানের জন্য।

কোয়ার্টার ফাইনালে ভারত ৯-০ গোলে ওমানকে, জাপান ৩-০ গোলে বাংলাদেশকে, পাকিস্তান ৪-১ গোলে চীনকে এবং কোরিয়া-মালয়েশিয়া ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল। এরপর পেনাল্টি শুট আউটে ৪-১ গোলে জয় পায় কোরিয়া। সেমিফাইনালে ভারত-জাপান এবং পাকিস্তান-কোরিয়া মুখোমুখি হবে।

সর্বশেষ খবর