শিরোনাম
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাট-বলের লড়াই শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট-বলের লড়াই শুরু আজ

আগের রাতে ঢাকায় পা রাখেন কুমার সাঙ্গাকারা। রাত কাটিয়ে কাল সকালেই চলে আসেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। লিজেন্ড ক্রিকেটার ঢাকায় এসেছেন কোনো ব্যক্তিগত কাজে কিংবা শ্রীলঙ্কার পক্ষে খেলতে নয়। এসেছেন বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮ হাজারের উপর রান করা সাঙ্গাকারা মাঠ মাতাবেন ঢাকা ডায়নামাইটসের পক্ষে। আজ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে অর্থের ঝনঝনানির বিপিএল। যদিও ৪৮ ঘণ্টা আগে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটির। ৬ ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। টি-২০ টুর্নামেন্টটির প্রথম ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। দিনের দ্বিতীয় ম্যাচে কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা পৌনে ৭টায়। কন্যা সন্তানের পাশে থাকতে জিম্বাবুয়ের সিরিজের মাঝপথে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যান সাকিব। মার্কিন মুল­ুকে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে আজ খেলতে ঢাকায় উড়ে আসার কথা সাকিবের। প্রিয় বন্ধু তামিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে অনুশীলন ছাড়াই মাঠে নামবেন এই অলরাউন্ডার। রংপুরের অপরাপর তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হচ্ছেন সৌম্য সরকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আলোকিত পারফরমার পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক ড্যারেন সামি। বিপিএল খেলতে দুজনেই এখন ঢাকায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলায় এখনো ঢাকায় আসেননি পাকিস্তানের বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজ। তামিমের দলে স্থানীয় তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম এনামুল হক বিজয়। বিদেশি তারকা ক্রিকেটাররা হলেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা, তিলকরতেœ দিলশান, উমর আকমল, সাঈদ আজমল। এদের নিয়ে শিরোপা স্বপ্ন দেখছেন টাইগারদের বাঁ হাতি ড্যাসিং ওপেনার, ‘আমাদের দেশি ও বিদেশি ক্রিকেটাররা ভালো। দল নিয়ে আমি সন্তুষ্ট। এই দল নিয়ে আমরা শিরোপার জন্য লড়বো।’ তামিম ছাড়া চিটাগাংয়ের অন্যতম ভরসা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ৩৯ বছর বয়স্ক দিলশান। অনুশীলনের সময় অ্যাংকেলে ব্যথা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি। তারপরও আজ খেলা নিয়ে কোনো সংশয় নেই তার। মাশরাফি খেলবেন এবং দলকে জেতানোর জন্য সর্বোচ্চটা উজার করে দিবেন জানান, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করার জন্য সর্বোচ্চটাই ঢেলে দিব। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আজকের প্রতিপক্ষ ঢাকা শক্তিশালী দল। কিন্তু টি-২০ ক্রিকেটে ফেবারিট বলে কোনো শব্দ নেই। যে কেউ জিততে পারে। আমরা জেতার জন্য খেলবো।’ মাশরাফির দলের বিদেশি তারকা ক্রিকেটার পাকিস্তানের আহমেদ শেহজাদ, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরা, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন। দেশি ক্রিকেটারদের মধ্যে ভরসা কামরুল ইসলাম রাব্বি, লিটন দাস। প্রতিপক্ষ ঢাকার ‘আইকন’ ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু দলকে নেতৃত্ব দিবেন সাঙ্গাকারা। দলটি নিয়ে আশাবাদী শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক, ‘আমাদের দলে বেশ ভালোমানের ক্রিকেটার রয়েছেন। দলটি নিয়ে আমি আশাবাদী।’ সাঙ্গাকারা ছাড়া দলটির ভরসার ক্রিকেটার নেদারল্যান্ডসের রায়ান ডেসক্যাটস, পাকিস্তানের ইয়াসির শাহ, নাসির জামসেদ। দেশি ক্রিকেটারদের মূল ভরসা মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, শামসুর রহমান শুভ।

দুই বছরের বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। বিসিবি নিজ তত্ত¡াবধানে বিপিএল আয়োজন করছে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর