রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিয়ালের নতুন কোচ জিদান!

ক্রীড়া ডেস্ক

রিয়ালের নতুন

কোচ জিদান!

হোসে মরিনহোর বিদায়ের পরই জিনেদিন জিদানকে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিল অনেকে। তবে তখনো প্রিয় ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না জিদান। তিনি গত বছর রিয়াল মাদ্রিদের বি টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকেই শুরু হয় নতুন জল্পনা। জিদানের অভিজ্ঞতা বৃদ্ধির জন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে অনেকেই বলতে শুরু করেন। জিদান কিছুটা অভিজ্ঞতা অর্জন করতেই নতুন করে ভাবতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বর্তমান কোচ রাফায়েল বেনিতেজ খুব একটা খারাপ করছেন না। কিন্তু মৌসুমের অনেকটা পথ পাড়ি দেওয়ার পরও রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার পিছনেই অবস্থান করছিল গত রাত পর্যন্তও। গত রাতের এল ক্ল্যাসিকোর ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে রিয়াল মাদ্রিদে রাফায়েল বেনিতেজের ভবিষ্যৎ। এল ক্ল্যাসিকোতে হেরে থাকলে এতক্ষণে জিদানের দুয়ারে রিয়ালের বার্তা পৌঁছে যাওয়ার কথা। অন্তত মুন্ডো দিপোর্তিভো এমনটাই লিখেছে। লস ব্ল্যাঙ্কোসরা গত রাতে হেরে থাকলে বেনিতেজ কেবল চাকরিটাই হারাবেন না সেসঙ্গে রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্নও অনেকটা দূরে চলে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর