রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বরিশালকে নিয়ে আশাবাদী সাব্বির

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বরিশাল বুলসের হয়ে খেলবেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। এই দলে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-২০ সম্রাট ক্যারিবীয় তারকা ক্রিস গেইল খেলবেন বুলসের হয়ে। রয়েছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। ক্যারিবীয় তারকা টি-২০ স্পেশালিস্ট কেভন কুপারও রয়েছেন। তাই বরিশাল বুলসকে নিয়ে আশাবাদী সাব্বির। গতকাল তিনি বলেন, ‘আমাদের দলে অনেক ভালো ভালো ক্রিকেটার রয়েছেন। একজন খারাপ করলে আরেকজন তার অভাবটা পূরণ করার চেষ্টা করবেন। আমি আমার কিছু নিজে পরিকল্পনা করেছি আশা করি তা কাজে লাগাবো। আর চেষ্টা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে সিরিজে তা কাজে লাগাতে পারবো।’ সামনে এশিয়া কাপ, তারপর টি-২০ বিশ্বকাপ। বড় দুই টুর্নামেন্টের আগে বিপিএলের ম্যাচগুলোকে অনুশীলন ম্যাচ হিসেবেই দেখছেন সাব্বির। তিনি বলেন, ‘এটা অনেক বড় একটা আসর। এরপর আমাদের বেশ কিছু টি-২০ খেলা আছে। এশিয়া কাপ আছে, টি-২০ বিশ্বকাপ আছে। তার আগে এটা অনেকটা অনুশীলন ম্যাচের মতো হচ্ছে। খেলোয়াড়রা বিপিএলে খেলে অ্যাকটিভ থাকবে। অনুশীলন ম্যাচ বলেন আর ওয়ার্মআপ ম্যাচ বলেন ভালো একটা অনুশীলন হবে।’ বিপিএলের অনুশীলন উপভোগ করছেন সাব্বির। তিনি বলেন, ‘ভালো লাগছে সবাই এক সঙ্গে অনুশীলন করছি। বিদেশিরাও আছে। ওদেরকে আমরা দেখতেছি, ওরা আমাদের দেখতেছে। এটা খুব মজার বিষয়।’

সর্বশেষ খবর