বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ম্যানইউর নকআউট মিশন

ক্রীড়া ডেস্ক

ম্যানইউর নকআউট মিশন

অনুশীলনে প্রাণবন্ত ম্যানইউ অধিনায়ক রুনি -এএফপি

এল ক্ল্যাসিকোতে পরাজিত রিয়াল মাদ্রিদ চলতি সপ্তাহে সান্ত্বনা খুঁজতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আজ গ্রুপ পর্বে লস ব্ল্যাঙ্কোসরা ইউক্রেনিয়ান ক্লাব শাখতারের মুখোমুখি হচ্ছে। বার্সার কাছে পরাজয়ের প্রতিশোধ কি রোনালদোরা শাখতারের উপর নিবে! সে যাই হোক। রিয়াল মাদ্রিদ এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে। ৪ ম্যাচে বেনিতেজের শিষ্যরা সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। এ গ্রুপে রিয়াল মাদ্রিদের প্রধান প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি এখনো নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি। তবে আজ সুইডিশ ক্লাব ম্যালমোর বিপক্ষে জিতলেই পিএসজিও পৌঁছে যাবে নকআউট পর্বে। ৪ ম্যাচে ফরাসিরা সংগ্রহ করেছে ৭ পয়েন্ট।

এদিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ডি গ্রুপ থেকে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস অবস্থান করছে দুই নম্বরে। নিজেদের মাঠে আজ ম্যানসিটিকে হারাতে পারলেই ওল্ড লেডিদের নকআউট পর্ব নিশ্চিত হবে। সেই সঙ্গে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও পাবে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সামনেও আজ নকআউট পর্ব নিশ্চিত করার মিশন। রেড ডেভিলরা লিগে এতটাই গুরুত্বহীন হয়ে পড়েছিল যে একটা মৌসুম তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের বাইরেই থাকতে হয়েছে। সেই রেড ডেভিলরা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার পর পুরনো জৌলুস দেখিয়ে চলেছে। বি গ্রুপে চার ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই অবস্থান করছে। তবে এখনো নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি তারা। আজ ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হচ্ছে লুই ফন গালের শিষ্যরা। পিএসভিকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে রেড ডেভিলরা। দুই মৌসুম আগেও আলেক্স ফার্গুসনের হাতে গড়া দলটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছে। এদিকে আজ মাঠে নামছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা তুর্কী ক্লাব গ্যালাটাসারির মুখোমুখি হবে। জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে দিয়েগো সিমিওনের শিষ্যদের। অবশ্য ড্র করলেও স্প্যানিশদের সামনে শেষ ষোলতে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচেও এক পয়েন্ট আদায় করতে হবে অ্যাটলেটিকোর। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকা মুখোমুখি হচ্ছে কাজাখ ক্লাব আস্তানার। সি গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বেনফিকা। ডি গ্রুপে স্প্যানিশ ক্লাব সেভিয়া আজ জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর