বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আল-আমিনের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

আল-আমিনের হ্যাটট্রিক

২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা হয়তো মনে রাখতে চাইবেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তিন ওয়ানডেতেই বাজেভাবে হেরেছিল টাইগাররা। কিন্তু সিরিজটা স্মরণীয় ছিল পেসার আল-আমিনের কাছে। ক্যারিশমাটিক বোলিং করে তিন ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। দেশসেরা বোলার মাশরাফিও স্বীকার করেছিলেন, তখন আল-আমিন বাংলাদেশের এক নম্বর পেসার! এরপর এক দমকা হওয়ায় হারিয়ে যান আল-আমিন! বোলিং অ্যাকশন নিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। তারপর অ্যাকশন পাল্টে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপ দলে। কিন্তু একাদশে জায়গা হচ্ছিল না। হতাশায় রাতে হোটেল থেকে বের হওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। অনেকে ধরেই নিয়েছিলেন আল-আমিন আর ফিরতে পারবেন না। কেননা নির্বাচকরাও যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন! অবশেষে সেই আল-আমিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ঠিকই ফিরেছেন। যন্ত্রণা-ক্ষোভের আগুনে পুড়ে পুড়ে আরও খাঁটি হয়ে ফিরেছেন। এখন আল-আমিন আগের চেয়েও বিধ্বংসী। সব শেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টি-২০-তে নিয়েছেন ৫ উইকেট। আর কাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ফেললেন। টানা ৩ বলে রবি বোপারা, নুরুল হাসান ও মুশফিকুর রহিমকে আউট করে উচ্ছ¡াসে মেতে ওঠেন। তবে সিলেটের অধিনায়ককে যে ইনসুইংয়ে বোল্ড করেছেন, সেটি নিঃসন্দেহে এ পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি!

বিপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। তবে বাংলাদেশি কোনো বোলারের প্রথম। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের তিন ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদ উল হাসানকে আউট করেছিলেন টানা তিন বলে। সেই মোহাম্মদ সামির সামনেই কাল হ্যাটট্রিক করেন আল আমিন। ৪ ওভার বোলিং করে কাল ৩৬ রানে ৫ উইকেট নেন। আল-আমিনের দাপুটে বোলিংয়ে ভর করে কাল জয় তুলে নেয় বরিশাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল বুলস। ১০৯ রানের টার্গেটে খেলতে নেমেও জিততে পারেনি সিলেট সুপার স্টারস। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য দুলেছে সরল দোলকের মতো। শেষ বলে দরকার ছিল ৪ রান। কিন্তু সিলেট ২ রানের বেশি নিতে পারেনি। ১ রানে হেরে যায় মুশফিকের দল। প্রথম ম্যাচেও তারা চিটাগাং ভাইকিংসের কাছে হেরেছিল ১ রানেই। এটি বরিশালের টানা দ্বিতীয় জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর