শিরোনাম
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাকার জয়

পয়েন্ট টেবিলে শীর্ষে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

পয়েন্ট টেবিলে শীর্ষে কুমিল্লা

মিসবাহ-উল-হককে আউট করে যেন পাখির ডানায় উড়ে বেড়াচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের আবু হায়দার -রোহেত রাজীব

নিরুত্তাপ ম্যাচ। বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শকরাও। এক সাকিব আল হাসান নেই, তাই যেন ম্যাচে ছিল না রংপরও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করল রংপুর রাইডার্স। সাকিবহীন রংপুর গতকাল ব্যাট করতে নেমে অলআউট হয়ে যায় ৮২ রানে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ বল হাতে রেখেই হেসে-খেলে ৯ উইকেটে জিতে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেই সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নেয়। চার ম্যাচে কুমিল্লার তৃতীয় জয় এটি। পয়েন্ট টেবিলে এখন মাশরাফিরাই শীর্ষে। আর পাঁচ ম্যাচে রংপুরের দ্বিতীয় হার। দিনের দ্বিতীয় খেলায় সিলেট সুপার স্টারসকে ৩৪ রানে হারিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ডাইনামইটস। মোহাম্মদ মিথুন ও সাকলাইন সজীব ছাড়া দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি রংপুরের কোনো ব্যাটসম্যানই। সাকিবের পরিবর্তে নেতৃত্ব দেওয়া মিসবাহ্-উল হক দলকে যেন অনুপ্রাণিতই করতে পারলেন না। তিনি নিজেও ৬ রানের বেশি করতে পারেননি। মাত্র ৩২ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে যেন ছিটকে যায় রংপুর। ৮২ রান এখন পর্যন্ত সেলিব্রেটি এই টুর্নামেন্টে সর্বনিæ দলীয় সংগ্রহ। ভিক্টোরিয়ানসের লঙ্কান বোলার নুয়ান কুলাসেকারা ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য বোলাররাও দাপট দেখিয়েছেন। তবে রংপুরের ব্যাটসম্যানদের মতো কাল বোলাররাও ব্যর্থ। ৮৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফিরা। মাত্র ২৪ বলে হার না মানা ৪২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস। অবশ্য এই আসরে কুমিল্লার হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। গতকাল রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্যামুয়েলস। সাকিবের অনুপস্থিতি কাল রংপুর রাইডার্সকে যেমন ভুগিয়েছে তেমনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি, তাতে জেতার মতো পারফরম্যান্সই ছিল। তবে এটা ঠিক যে, সাকিবের মতো ক্রিকেটার দলে না থাকাটা প্রতিপক্ষের জন্য স্বস্তিদায়ক। তেমনি তার নিজের দলের জন্যও হতাশার।’ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রাহ করে। পরে সিলেট ১৩২ রানে অলআউট হয়ে যায়। বিপিএলে ঢাকা, কুমিল্লা ছাড়াও রংপুর তিন ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে সিলেট হেরেই চলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর