রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লড়াই এবার চট্টগ্রামে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

লড়াই এবার চট্টগ্রামে

বাংলাদেশের টি-২০ ক্রিকেটের বড় আসর বিপিএল’র ছোঁয়ায় প্রাণচঞ্চল হয়ে ওঠেছে চট্টগ্রামের ক্রিকেটপাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা। চার দিকে সাজ সাজ রব। প্রথম চার ম্যাচের এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা চিটাগাং ভাইকিংসকে জাগানোর সমর্থকদের চলছে জোর প্রস্তুতি। ঘরের মাঠে ভাইকিংস কতটা জাগবে সেটা বলা যাবে আগামীকাল বিকালে। তবে তার আগেই জেগেছে চট্টগ্রামের ক্রিকেট। ৩০ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এবারের বিপিএলের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৮ টি ম্যাচ।  বিপিএল’র ছোঁয়াই প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। গতকাল তামিম, মুশফিক, সাকিবরা যখন অনুশীলনের জন্য চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে প্রবেশ করছিলেন তখন বাইরে দাঁড়িয়ে শত শত ক্রিকেটপ্রেমী তাদের অভিবাদন জানান। এমনকি অনেকে ঘণ্টার পর ঘণ্টা স্টেডিয়ামে বসে প্রিয় তারকাদের অনুশীলন উপভোগ করেন। সকাল পৌনে ৯টার দিকে দলবল নিয়ে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হাজির হয় মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বরিশাল বুলসের অন্য সহযোগীদের নিয়ে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেন। পৌনে একটার দিকে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা ঢাকা ডাইনামাইটসের খেলোয়াড়দের নিয়ে এমএ আজিজ স্টেডিয়ামের হাজির হন কুমার সাঙ্গাকারা। তারাও দুপুরে ১টা থেকে ৪টা পর্যন্ত নিজেদের অনুশীলনে মনোনিবেশ করেন। একই সময়ে প্রথম পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করে। তামিম ইকবালের চিটাগং ভাইকিংস ১টা থেকে ৪টা পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে। সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স ১টা থেকে ৪টা পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টারস সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করে। চার ম্যাচের চারটিতে হারা মুশফিক বাহিনী ঘাম ঝড়ানো অনুশীলন করে।

বিপিএল দ্বিতীয় পর্বে প্রথম দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস বনাম বরিশাল বুলস। দিনের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সুপার স্টারেস মধ্যে। দ্বিতীয় পর্বে দিনের দ্বিতীয় ম্যাচের সময় ১৫ মিনিট করে এগিয়ে দেওয়া হয়েছে। তাই প্রথম ম্যাচ দুপুর ২টায় শুরু হলেও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথম পর্ব শেষে ৪ ম্যাচে ৩ জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। ৫ ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। ৪ ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে আরও পিছিয়ে থাকায় ঢাকা ডাইনামাইটস রয়েছে তৃতীয় স্থানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর